বাগেরহাট জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে ২২৫ নমুনা পরীক্ষায় ১১৬ জন আক্রান্ত হয়েছেন। সোমবারের করোনা শনাক্তের হার ৪৬ দশমিক ৪৪ শতাংশ থেকে বেড়ে ৫১ দশমিক ৫৫ শতাংশে দাঁড়িয়েছে। 

জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ২৯৯ জনের। আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৬ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ২৮৪ জন।
সদর উপজেলায় ৫৩ নমুনা পরীক্ষায় ৩৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। মোল্লাহাটে ১৮ নমুনা পরীক্ষায় ১১ জন আক্রান্ত হয়েছেন।

চিতলমারীতে ৫ নমুনা পরীক্ষায় ৩ জন আক্রান্ত হয়েছেন। কচুয়ায় ৯ নমুনা পরীক্ষায় ৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। ফকিরহাটে ৫২ নমুনা পরীক্ষায় ২৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মোংলায় ৩৪ নমুনা পরীক্ষায় ১৩ জন আক্রান্ত হয়েছেন।

মোড়েলগঞ্জে ৩৩ নমুনা পরীক্ষায় ১৩ জন আক্রান্ত হয়েছেন। শরণখোলায় ১৯ জনের নমুনা পরীক্ষায় ৬ জন আক্রান্ত হয়েছেন। রামপালে ২ জনের নমুনা পরীক্ষায় ২ জনই আক্রান্ত হয়েছেন।

বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মিরাজুল করিম বলেন, স্থানীয়ভাবে লকডাউন দিয়েও সংক্রমণের লাগাম টেনে রাখা যাচ্ছে না। করোনা ডেডিকেটেড হাসপাতালে প্রতিদিনই রোগীর চাপ বাড়ছে। দিনদিন যেভাবে রোগীর চাপ বাড়ছে তাতে আমাদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে।

সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, জেলায় লকডাউনের মধ্যেও করোনা সংক্রমণ বেড়েই চলেছে। করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ৫ জনের মধ্যে বাগেরহাট সদরে ৩ জন, মোরেলগঞ্জ ও শরণখোলায় একজন করে রয়েছেন বলে জানান তিনি।

তানজীম আহমেদ/এমএসআর