নোয়াখালীর প্রধান শহর মাইজদীতে পুলিশ কনস্টেবল প্রিয়তোষ দেওয়ানকে ফেলে দেওয়া ব্যাটারিচালিত অটোরিকশা চালক ফারুক হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) দুপুরে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, ট্রাফিক পুলিশের কনস্টেবল প্রিয়তোষ দেওয়ান বাদী হয়ে মামলা দায়ের করলে সোমবার (২৮ জুন) দুপুরে ওই মামলায় আদালতের মাধ্যমে ফারুককে কারাগারে পাঠানো হয়। 

নোয়াখালী ট্রাফিক বিভাগের টিআই (প্রশাসন) মো. বখতিয়ার উদ্দিন বলেন, চলমান লকডাউনে প্রধান সড়কে যাত্রী পরিবহন করায় ব্যাটারিচালিত অটোরিকশাটি আটক করে থানায় আনার নির্দেশ দেন এটিএসআই কাজী মো. ইউসুফ। কনস্টেবল প্রিয়তোষ দেওয়ান অটোরিকশাটি থানায় নিয়ে যেতে অটোরিকশায় উঠলে তাকে নিয়েই পালিয়ে যাওয়ার চেষ্টা করেন চালক। এ সময় অটোরিকশা থেকে ছিটকে পড়ে প্রিয়তোষ আহত হন। পরে স্থানীয় লোকজন ফারুককে আটক করে থানায় সোপর্দ করে।

হাসিব আল আমিন/আরএআর