শ্রীমঙ্গলে জনগণকে সচেতন করতে সড়কে লোকচিত্রকলা

সিলেটে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও একজন মারা গেছেন। শনাক্ত হয়েছেন ২৫৮ জন। এরমধ্যে ১৩৪ জনই সিলেটের। নতুন ২৫৮ জনসহ বিভাগে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৫২০ জন। এরমধ্যে শুধু সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৮৬৮ জন।

এদিকে সিলেটের তামাবিল সীমান্তে ওয়ানিবুচুকু স্ট্যানি নামের এক নাইজেরিয়ার নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। সোমবার (২৮ জুন) রাতে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে তাকে আটক করা হয়। রাতেই তাকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ওসি পরিমল চন্দ্র দেব।

এছাড়াও মঙ্গলবার গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ফতেহপুর (বন্দরপাড়া) গ্রামে বৃষ্টির পানিতে ডুবে সাবিয়া (৭) ও কল্পনা (৫) নামের দুই বোনের মৃত্যু হয়েছে। তারা দুজনই ওই এলাকার ফতেহপুর (বন্দরপাড়া) গ্রামের রিপন আহমদের মেয়ে। 

হবিগঞ্জ প্রতিনিধি জানান, মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের বানিয়াচঙ্গে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ১০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং উপজেলার বিথঙ্গল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবু মুকসেদ।

মৌলভীবাজার প্রতিনিধি জানান, শ্রীমঙ্গলের জনগণকে সচেতন করতে সড়কে আলপনা আঁকা হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন করোনাভাইরাস প্রতিরোধেই এই উদ্যোগ নেন। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, এর আগেও আমরা করোনাভাইরাস প্রতিরোধে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছিলাম।

এছাড়াও মৌলভীবাজার প্রেসক্লাবে কম্পিউটার ও আসবাবপত্র প্রদান করেছেন সংসদ সদস্য নেছার আহমদ। মঙ্গলবার দুপুরে হলরুমে প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি নেছার আহমদ। সাধারণ সম্পাদক পান্না দত্তের সঞ্চালনায় বক্তব্য দেন বাংলার দিন পত্রিকার সম্পাদক বকসি ইকবাল আহমদ, সাংবাদিক সরোয়ার আহমদ প্রমুখ।

সুনামগঞ্জ প্রতিনিধি জানান, সুনামগঞ্জ পৌরসভার ২০২১-২২ অর্থবছরের ৭৪ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় পৌরসভার হলরুমে এ বাজেট ঘোষণা করেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মীর মোশাররফ হোসেন, পৌর আওয়ামী লীগের দফতর সম্পাদক লিটন সরকার, পৌরসচিব ইসহাক ভূইয়া প্রমুখ।

তুহিন আহমদ/এমএসআর