বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জার ত্রাণ সহায়তা

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে মঙ্গলবার (২৯ জুন) সকালে ডালপা গ্রামের বিল থেকে নিখোঁজ শিশু হোসাইন (৭) ও মোরসালিনের (৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে খেলতে বের হয়ে নিখোঁজ হয় তারা।

এদিকে জেলার নবীনগর পৌরসভার ২০২১-২২ অর্থবছরের জন্য ১১৯ কোটি ৮২ লাখ ৯৩ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার পৌরসভা মিলনায়তনে বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র শিব শংকর দাস।

কক্সবাজার প্রতিনিধি জানান, টেকনাফের হ্নীলা ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার ইনচার্জ আমান ওয়াহিদের (৩০) মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ব্যাংকের ভেতরে লাশ দেখতে পান সহকর্মীরা। নিহত আমান ওয়াহিদ টেকনাফের সাবরাং মুন্ডাল ডেইল এলাকার বাসিন্দা।

নোয়াখালী প্রতিনিধি জানান, লকডাউনে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র ৪ হাজার পরিবারের মাঝে বিশেষ ত্রাণ সহায়তা বিতরণ করেছেন বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা। মঙ্গলবার বসুরহাট উত্তরবাজারে খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।

এদিকে নোয়াখালী জেলা-ব্র্যান্ডিং কার্যক্রমের সক্ষমতা উন্নয়ন, সম্প্রসারণ এবং গতিশীলতা আনয়নে মঙ্গলবার দিনব্যাপী অনলাইন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন শ্রেণি-পেশার অর্ধশতাধিক মানুষ সকাল থেকে দুপুর পর্যন্ত এ কর্মশালায় অংশ নেন।

চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং আওতাধীন অধিদফতর কর্তৃপক্ষ বা সংস্থার সরকারি কাজে উদ্ভাবন বিষয়ে অবদানের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত হয়েছেন। মঙ্গলবার দুপুরে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে সচিবালয়ে বিশেষ অনুষ্ঠনে তাকে সনদপত্র, ক্রেস্ট ও একটি মোবাইল সেট তুলে দেওয়া হয়।

এদিকে জেলার মতলব উত্তর উপজেলায় হরিনা এলাকায় বিরল প্রজাতির একটি চিতা বিড়াল ধরেছে স্থানীয়রা। মঙ্গলবার দুপুরে হরিনা চৌরাস্তা এলাকায় কয়েকটি কুকুর চিতা বিড়ালটিকে তাড়া করার সময় স্থানীয়রা বিড়ালটিকে ধরে মতলবের ইউএনও’র কাছে নিয়ে যায়।

খাগড়াছড়ি প্রতিনিধি জানান, গুইমারায় সেনা অভিযানে এলজি, গুলি, অবৈধ পোস্টার, চাঁদা আদায় রশিদ বই ও টাকাসহ ৪ জন আটক হয়েছেন। মঙ্গলবার ভোররাতে গুইমারার বাইল্যাছড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।

কুমিল্লা প্রতিনিধি জানান, এতিম তিন নাতি-নাতনিকে নিয়ে তাহেরার সংসার। ছেলে মারা যাওয়ার পর পুত্রবধূ তিন সন্তানকে রেখে চলে গেছে। তখন থেকেই তাদের নিয়ে লড়াই শুরু করেছেন দাদি তাহেরা বেগম। বয়সের ভারে চলতে পারছেন না তিনি। তবুও কুমিল্লা নগরীর পথে পথে ঘুরে মাস্ক বিক্রি করছেন। সেই টাকায় দুই নাতনি ও নাতির যাবতীয় খরচ বহন করছেন তাহেরা। 

তাহেরা বেগমের মাস্ক বিক্রি করে সংসার চালানোর বিষয়টি কুমিল্লা নগরবাসীর মনে দাগ কেটেছে। তাই অপ্রয়োজনেও অনেকে তার কাছ থেকে মাস্ক কিনছেন। কেউ আবার মাস্ক না কিনে টাকা দিতে চাইলে তিনি তা নিচ্ছেন না। তাই অনেকেই তাকে মাস্কের বক্স কিনে দিয়ে সহযোগিতা করছেন।

লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, কমলনগর উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রিয়াদ হোসেনের কার্যালয় থেকে ১৬ লাখ টাকা চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় একই কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আবদুল বাকেরসহ চার কর্মচারীকে থানায় আটকে রাখা হয়।

বান্দরবান প্রতিনিধি জানান, বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা শুদ্ধাচার পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপ সচিব সজল কান্তি বণিক স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

আজিজুল সঞ্চয়/এমএসআর