ময়মনসিংহ বিভাগের ২৯ জুনের খবরাখবর
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে ব্যাপকভাবে বেড়েছে রোগীর চাপ। বর্তমানে এ ইউনিটের আইসিইউতে ১৩টি আসনের সবগুলোতেই রোগী রয়েছেন। আর ২১০ সাধারণ শয্যার মধ্যে খালি রয়েছে মাত্র একটি আসন।
২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত একজন ও উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়। ২৪ ঘণ্টায় জেলায় ৫৯৩ নমুনা পরীক্ষায় ১০৭ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। শনাক্তের হার ১৮ দশমিক ৪ শতাংশ। বর্তমানে জেলায় ৭৩০ জন হোম আইসোলেশন এবং ৩৭ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিজ্ঞাপন
এদিকে হালুয়াঘাট উপজেলার সীমান্তবর্তী ভুবনকুড়া ইউনিয়নে মা ও নবজাতক স্বাস্থ্যসেবা উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বাঘাইতলা এলাকায় ভুবনকুড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল করিম।
এছাড়াও ময়মনসিংহ সদর এবং মুক্তাগাছায় অভিযান চালিয়ে পাঁচ জুয়াড়ি ও এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ডিবির ওসি শাহ কামাল আকন্দ।
বিজ্ঞাপন
নেত্রকোনা জেলা প্রতিনিধি জানান, নতুন করে কোনো করারোপ ছাড়াই নেত্রকোনার কেন্দুয়া পৌরসভার ২০২১-২২ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌর মিলনায়তনে ১৫ কোটি ২৩ লাখ ৩৫ হাজার ৮২২ টাকার প্রস্তাবিত এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র আসাদুল হক ভূঞা।
এদিকে মদন উপজেলার মগড়া নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া স্কুলছাত্র রবিন মিয়ার (১৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে উপজেলার সদর ইউনিয়নের পরশখিলা গ্রামে মগড়া নদী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে। রবিন পরশখিলা গ্রামের তাজ্জুত মিয়ার ছেলে।
শেরপুর জেলা প্রতিনিধি জানান, শেরপুর জেলায় করোনাভাইরাসে হয়ে নতুন করে আরও দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে হারেজ আলী (৬৫) নামে এক বৃদ্ধ এবং নুরুজ্জামান (৩২) নামে এক যুবক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৮ জনে।
জামালপুর জেলা প্রতিনিধি জানান, জামালপুরের ইসলামপুর সদর ইউনিয়নের পচাবহলা আলাইব্রিজ-কাচিহারা কাটাখালী ব্রিজ-সংলগ্ন সড়কটি দীর্ঘ দিন ধরেই চলাচলের অনুপযোগী ছিল। প্রয়োজনীয় বরাদ্দ না আসায় মেরামত করতে পারছিল না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরে সড়কটি স্বেচ্ছাশ্রমে মেরামত করেছে গ্রামবাসী।
উবায়দুল হক/এমএসআর