খুলনা বিভাগের ২৯ জুনের খবরাখবর
লকডাউনের মধ্যে গ্রাহকের কাছ থেকে ঋণের কিস্তি আদায় করায় আশা সমিতির কালীগঞ্জ শাখাকে জরিমানা করা হয়
খুলনায় করোনাভাইরাসের ভয়াবহ অবস্থা। অদৃশ্য এ ভাইরাসের ভয়াল থাবায় প্রতিদিনই মৃত্যু ও শনাক্তের সংখ্যা বাড়ছে। ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনা আক্রান্ত হয়ে ৩২ জনের মৃত্যু হয়েছে। করোনায় খুলনা জেলার চারজন মারা গেছেন।
একই সময়ে ৩৭৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। খুলনার সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. শেখ সাদিয়া মনোয়ারা ঊষা এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, খুলনায় ১ জুলাই থেকে কঠোর লকডাউন বাস্তবায়নে ৫০০ আনসার সদস্য মাঠে নামবে। উপজেলা প্রশাসনের নির্দেশনা বাস্তবায়নের পাশাপাশি জনসমাবেশ না করা জন্য ইউনিয়নবাসীকে পরামর্শ দেবে। জেলা প্রশাসনের নির্দশনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় আনসারদের সম্পৃক্ততা থাকবে। মহাপরিচালকের দপ্তর থেকে ১ জুলাইয়ের প্রস্তুতি নিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে। আনসারের জেলা কম্যান্ডান্ট হাফিজ আল মোহাম্মার গাদ্দাফী এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার বিকেলে করোনা রোগীদের সহায়তার জন্য অক্সিজেন ও ব্লাড ব্যাংকের উদ্বোধন, সার্বক্ষণিক একটি স্বেচ্ছাসেবক টিম রাখাসহ বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে খুলনা মহানগর ইসলামী আন্দোলন। দলের নগর সভাপতি মুফতী আমানুল্লাহ’র সভাপতিত্বে ও নগর সেক্রেটারি শেখ মো. নাসির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কুষ্টিয়া প্রতিনিধি জানান, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় করোনা আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। একইসময়ে নতুন করে শনাক্ত হয়েছে ১৮০ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৭ হাজার ৫৩৬ জন। মোট মারা গেছেন ২০২ জন এবং সুস্থ হয়েছেন ৫ হাজার ৪৭৩ জন।
বিজ্ঞাপন
করোনাভাইরাসের সংক্রমণ কমাতে কুষ্টিয়া জেলায় এক সপ্তাহের লকডাউন শেষ হয়েছে রোববার রাত ১২টায়। করোনার সংক্রমণ প্রতিরোধে জেলায় লকডাউন ১ জুলাই সকাল ৬টা পর্যন্ত বাড়ানো হয়েছে। কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেছেন।
কুমারখালির গ্রামাঞ্চলে সংক্রমণের হার বাড়ছে প্রতিদিনই। উপজেলার ফার্মেসিগুলোতে মিলছে না প্রয়োজনীয় ঠান্ডা-জ্বরের ওষুধ। এতে জনমনে দেখা দিয়েছে আতঙ্ক। ফার্মেসিতে সংকট সৃষ্টি হয়েছে নাপা (প্যারাসিটামল) ও অ্যাজিথ্রোমাইসিন ওষুধের। দাম বাড়ানো হয়েছে বলেও অভিযোগ উঠেছে। গত এক সপ্তাহ ধরে প্যারাসিটামল ও অ্যাজিথ্রোমাইসিন ওষুধের বিক্রি বেড়েছে। ওষুধ না পেয়ে ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ।
যশোর প্রতিনিধি জানিয়েছেন, জেলায় নতুন করে ৩০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। একইসময়ে করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে যশোর জেনারেল হাসপাতালে মারা গেছেন ১২ জন। যশোর জেনারেল হাসপাতালের করোনা রোগীর চাপ বেড়েছে। শনাক্তের এ ঊর্ধ্বগতি রুখতে লকডাউন কার্যকরের কাজ করছে জেলা প্রশাসন।
এদিকে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০২১-২২ অর্থ বছরে ৬৮ কোটি ৮০ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে ৬১ কোটি ৮০ লাখ টাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব খাত থেকে ৭ কোটি টাকা আয় ধরা হয়েছে। দুপুরে যবিপ্রবির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের ৬৯তম বিশেষ সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো: আব্দুল মজিদ এ বাজেট প্রস্তাব করেন। এছাড়া পবিত্র ঈদুল আজহার পরে দ্রুততম সুবিধাজনক সময়ে যবিপ্রবি স্নাতক চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টার ও স্নাতকোত্তর শ্রেণির পরীক্ষা শুরু হবে। শিক্ষার্থীদের সুবিধার্থে পরীক্ষা শুরুর অন্তত এক সপ্তাহ পূর্বে পরিপূর্ণ সময়সূচি ঘোষণা করা হবে।
বাগেরহাট প্রতিনিধি জানান, জেলায় করোনা আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। ২২৫ জনের নমুনা পরীক্ষায় ১১৬ জন আক্রান্ত হয়েছেন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৫১ দশমিক ৫৫ শতাংশ। বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, জেলায় চলছে লকডাউনের ৬ষ্ঠ দিন। লকডাউনের মধ্যে আর্থিক সংকটে থাকা বাগেরহাটে নিম্ন আয় ও বিশেষ শ্রেণি-পেশার মানুষের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করেছে জেলা পুলিশ। দুপুরে বাগেরহাট শহর, মুনিগঞ্জ ও হাড়িখালিসহ বিভিন্ন এলাকায় ৫ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান ও মো. মিজানুর রহমানসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, বেলা ১১টার দিকে জেলার আলমডাঙ্গা উপজেলায় বজ্রপাতে খাইরুল ইসমান নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এসময় আব্দুল হামিদ নামে আরও এক কৃষক আহত হয়েছেন। ভাংবাড়িয়া ইউনিয়নের ইউপি সদস্য সাজেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আরও ৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এএস এম ফাতেহ আকরাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছেন, সীমান্তবর্তী জেলা ঝিনাইদহে ২৪ ঘণ্টায় করোনায় ৩ জন ও উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে ৯৩ জন আক্রান্ত হয়েছে। ঝিনাইদহের সিভিল সার্জন ডা: সেলিনা বেগম এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া চলমান লকডাউনের ৮ম দিনে চলছে ঢিলেঢালাভাবে।
এদিকে, ঝিনাইদহে সরকারি নির্দেশ অমান্য করে লকডাউনের মধ্যে গ্রাহকের কাছ থেকে ঋণের কিস্তি আদায় করায় আশা সমিতির কালীগঞ্জ শাখাকে জরিমানা করা হয়েছে। বেলা ১১টার দিকে শহরের ভূষণ স্কুল সড়কে ৫ হাজার টাকা জরিমানা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রাণী সাহা।
জেলায় করোনায় কর্মহীন হয়ে পড়া ৫০০ শ্রমিকের মাঝে চাল ও নগদ টাকার মঙ্গে আম উপহার দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর দেওয়া এ উপহার শ্রমিকদের হাতে তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রীর দেওয়া উপহার ১০ কেজি চাউল, নগদ ৫শ টাকা ও ৪ কেজি আম পেয়ে খুশি কর্মহীন শ্রমিকরা।
মেহেরপুর সংবাদদাতা জানিয়েছেন, দুপুর ১২টার দিকে মেহেরপুর সদর উপজেলার উজুলপুর গ্রামের মাঠে ধানের বীজতলায় কাজ করার সময় বজ্রপাতে জিয়ারুল ইসলাম (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সঙ্গে থাকা আরও দুই কৃষক মফিজুল ইসলাম ও হাবিবুর রহমান আহত হয়েছেন। মেহেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) শাহ দারা এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে মেহেরপুরে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হায়াত আলী (৭৮) নামে এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। জেলা মুক্তিযোদ্ধা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দুপুরে স্বাস্থ্যবিধি মেনে বীর মুক্তিযোদ্ধা হায়াত আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। একইদিন করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শাম্মী আক্তার নামের এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে।
নড়াইল সংবাদদাতা জানান, জেলায় ২৪ ঘণ্টায় ৬২টি নমুনা পরীক্ষায় ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। যা পরীক্ষার নমুনা তুলনায় শনাক্তের হার ৮২ দশমিক ২৫ শতাংশ। এ সময়ে করোনায় মারা গেছেন ৩ জন। সিভিল সার্জন ডা. নাছিমা আকতার এ তথ্য নিশ্চিত করেছেন।
মাগুরা সংবাদদাতা জানিয়েছেন, মাগুরা জেলা ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্ত ১২০০ উপকারভোগীর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এছাড়া ভিজিএফ কর্মসূচির আওতায় দুই হাজার উপকারভোগীর মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করা হয়। এছাড়া, ৮দিন পর গেল ২৪ ঘণ্টায় করোনায় দুজনের মৃত্যু হয়েছে। নতুন করে ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৫৩৮ জন। মোট মারা গেছে ২৭ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ২৮৭ জন।
মোহাম্মদ মিলন/এমএএস