রংপুর বিভাগের ২৯ জুনের খবরাখবর
রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে মঙ্গলবার (২৯ জুন) দুপুরে ১৮৮ নমুনা পরীক্ষা করে ৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে রংপুরের ৩৪ জন, লালমনিরহাটের ৭, গাইবান্ধার ৫ জন ও কুড়িগ্রাম, নীলফামারী, দিনাজপুর এবং পঞ্চগড় জেলার ১ জন করে রয়েছেন। রংপুর জেলায় শনাক্তের সংখ্যা ৫ হাজার ৮৭১ জনে দাঁড়িয়েছে। মৃত্যু হয়েছে ১১১ জনের।
এদিকে করোনার বিস্তার রোধে মাঠে নেমেছে প্রশাসন। সরকারঘোষিত বিধিনিষেধ মানাতে মাইকিং করছে পুলিশ। রংপুর নগরে জনসমাগম কমাতে বাড়ানো হয়েছে তৎপরতা। গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টে বসানো হয়েছে পুলিশি চেকপোস্ট। সকাল থেকে বিকেল পর্যন্ত রংপুুুর নগরের বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বিজ্ঞাপন
অপরদিকে কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টিন ও চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন। সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে বাণিজ্যিক ভিত্তিতে উচ্চমূল্য ফসল ও অমৌসুমে ফসল উৎপাদন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে চাষাবাদে জড়িত ৫০ জন অংশ নেয়।
এছাড়া বিকেলে রংপুর জেলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) লালমনিরহাট জেলা বালক দলকে ৫-০ গোলে পরাজিত করেছে কুড়িগ্রাম জেলা বালক দল। দিনের অপর খেলায় কুড়িগ্রাম জেলা বালিকা দলকে ১-০ গোলে পরাজিত করেছে লালমনিরহাট জেলা বালিকা দল।
বিজ্ঞাপন
লালমনিরহাট প্রতিনিধি জানান, পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রিফাত হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ জুন) সকালে পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শমসেরনগর কানিরবাড়ী সীমান্তের ৮৬২ নম্বর মেইন পিলারে এ ঘটনা ঘটে। রিফাত মুন্সিরহাট নাজিরগোমানী এলাকার ইসলাম হোসেনের ছেলে।
কুড়িগ্রাম প্রতিনিধি জানান, নেশার টাকার না পেয়ে মা-বাবা ও ভাইকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগে শরীফ হোসেন (২৫) নামে মাদকাসক্ত যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবক কুড়িগ্রাম পৌর এলাকার ভেলাকোপা ব্যাপারীপাড়ার মোফাজ্জল হোসেনের ছেলে।
গাইবান্ধা প্রতিনিধি জানান, ট্রাকে করে মাদক পরিবহনের সময়ে পলাশ খাঁন (২৯) ও হেলাল (২৫) নামে দুইজনকে আটক করেছে র্যাব-১৩। তাদের কাছ থেকে সাড়ে ২২ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। জেলার গোবিন্দগঞ্জের বগুড়া-রংপুরগামী মহাসড়কে সন্দেহভাজন একটি ট্রাক তল্লাশি করে গাঁজাসহ তাদের আটক করা হয়। মঙ্গলবার (২৯ জুন) র্যাব-১৩ এর গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
পঞ্চগড় প্রতিনিধি জানান, লকডাউনে সরকারঘোষিত বিধিনিষেধ অমান্য করাসহ মুখে মাস্ক না পরায় ব্যবসায়ীসহ নয়জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দুপুরে বোদা উপজেলা বাজারে এ অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মাজিস্ট্রেট সোলেমান আলী।
নীলফামারী প্রতিনিধি জানান, দুপুরে ভার্চুয়াল অনুষ্ঠানের মধ্য দিয়ে নীলফামারী জেনারেল হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট চালু করা হয়েছে। স্থানীয় সাংসদ ও সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর প্লান্টের উদ্বোধন করেন। পাঁচ হাজার ৬৪৪ লিটার ধারণক্ষমতাসম্পন্ন এই প্লান্টের মাধ্যমে ৬৫০টি সিলিন্ডার দিয়ে একসঙ্গে ২০০ রোগীকে অক্সিজেন সরবরাহ করা সম্ভব হবে।
উপজেলা প্রতিনিধি, হাকিমপুর (দিনাজপুর) জানান, উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নে করোনার বিস্তার রোধে সচেতনতামূলক সভা করেছে করোনা প্রতিরোধ কমিটি। দুপুরে সভায় বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন-উর-রশিদ, ইউএনও মোহাম্মদ নুর-এ- আলম, সহকারী পুলিশ সুপার রাজীব, ওসি ফেরদৌস ওয়াহিদ প্রমুখ। সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মোকলেছার রহমান।
ফরহাদুজ্জামান ফারুক/এমএসআর