প্রকাশ্যে ধূমপান করে তরুণীকে হেনস্তার প্রতিবাদ
প্রতিবাদে অংশ নেয়া কয়েকজন তরুণ-তরুণী
রাজশাহীতে প্রকাশ্যে ধূমপান করে হেনস্তার শিকার হয়েছিলেন এক তরুণী। এবার প্রকাশ্যে ধূমপান করে ওই ঘটনার প্রতিবাদ জানালেন একদল তরুণ-তরুণী। শুক্রবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর সার্কিট হাউজ রোডের পাশে বসে প্রকাশ্যে ধূমপান করে অভিনব এই প্রতিবাদ জানানো হয়।
গত রোববার (৬ ডিসেম্বর) বিকেলে ওই স্থানে এক যুবকের সঙ্গে বসে ধূমপান করছিলেন এক তরুণী। এই দৃশ্য দেখে স্থানীয় কিছু মানুষ এর প্রতিবাদ জানান।হেনস্তার শিকার হয়ে পরে এলাকা ছেড়ে যান তারা। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়। এরপরই এই অভিনব প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নেন তরুণ-তরুণীরা।
বিজ্ঞাপন
জানা গেছে, তরুণীকে হেনস্তার প্রতিবাদ জানিয়ে শুক্রবার জড়ো হওয়া তরুণ-তরুণীরা খালিগলায় গান গেয়ে আনন্দ করেন। তবে এ সময়ও এক যুবককে তাদের প্রকাশ্যে ধূমপানের প্রতিবাদ জানিয়ে বাকবিতণ্ডায় জড়াতে দেখা গেছে। তবে ওই যুবকের পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, আমরা ওই তরুণীর বিষয়টি জানি। ভিডিওটিও দেখেছি। ভুক্তভোগীদের পক্ষ থেকে একটা লিখিত অভিযোগ পাওয়া গেলেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা যেত। কিন্তু কোনো অভিযোগ পাইনি।
বিজ্ঞাপন
আরএআর