পাবনায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
নিহত ইউপি সদস্যের মরদেহ
পাবনায় অটোরিকশার গ্যারেজ দেয়াকে কেন্দ্র করে বকুল হোসেন শেখ (৪৩) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের অনন্ত বাজারে এ ঘটনা ঘটে।
নিহত বকুল সদর উপজেলার দোগাছি ইউনিয়নের দক্ষিণ রামচন্দ্রপুরের দুলাল শেখের ছেলে। তিনি ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য, সদর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক ছিলেন। তিনি ঠিকাদারির কাজ করতেন।
বিজ্ঞাপন
স্থানীয় মাসুদ রানা নামে এক যুবক বলেন, সন্ধ্যার পর অনন্ত বাজারে বসে ডিম খাচ্ছি। গুলির শব্দ শুনে আমরা পালিয়ে যাই। পরে জানতে পারি একজনকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
দোগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হাসান বলেন, বকুলকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা করেছে অনন্ত বাজারের কিছু চাঁদাবাজ সন্ত্রাসী।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, অনন্ত বাজারে প্রতিদিন যানজট লাগত। বকুল অটোরিকশা স্ট্যান্ড বাজারের মাঝখান থেকে সরিয়ে সদর গোরস্থান রোডে করার তাগিদ দিয়েছিল। সেই থেকে অটোরিকশা গ্যারেজের চাঁদা আদায়কারীদের সঙ্গে তার মনোমালিন্য হয়। ঘটনার দিন বকুল বাজারের পাশের রাস্তায় দাঁড়িয়েছিল। এ সময় সন্ত্রাসীরা তাকে এলোপাতারি কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায়। এ হত্যা মেনে নেয়া যায় না। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসি দেয়া হোক।
পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে কারা কি কারণে হত্যা করেছেন বিষয়টি তদন্ত না করে বলা সম্ভব নয়। তবে এলাকায় অধিপত্য বিস্তার নিয়ে হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
এসপি