‘যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই’
ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়
বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় বলেছেন, দেশে মাদক একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুবক ও কিশোর-কিশোরীদের খেলাধুলার মধ্যে রাখতে হবে। খেলাধুলা করলে যেমন শরীর ভালো থাকে তেমনি মনও ভাল থাকবে।
শনিবার (০৯ জানুয়ারি) বিকেলে বাগেরহাটের ফকিরহাট উপজেলার আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে শহীদ শেখ আবু নাসের স্মৃতি-১৬ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা নির্বাহী কমকর্তা (ইউএনও) তানভীর রহমান, ফকিরহাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিরিন আক্তার কিসলু, বাহিরদিয়া-মানসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আট্টাকা স্পোর্টিং ক্লাবের সভাপতি ফকির রেজাউল করিম, শেখ হেলাল উদ্দিন ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ অমিত রায় চৌধুরী।
ফকিরহাট উপজেলার আট্টাকা স্পোর্টিং ক্লাবের আয়োজনে গেল বছরের জানুয়ারি মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শহীদ শেখ আবু নাসেরের স্মরণে ১৬ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
বিভিন্ন কারণে টুর্নামেন্টের কয়েকটি খেলা সম্পূর্ণ হলেও ফাইনাল খেলা বন্ধ ছিল। শনিবার খুলনা জেলার খালিশপুর এলাকার কাশিপুর ক্রিকেট একাডেমি ও পোর্ট সিটি ওয়ারিয়রের মধ্যে লড়াই হয়। এতে দুই দলই ১৭১ রানে অলআউট হওয়ায় যুগ্মচ্যাম্পিয়ন ঘোষণা করেন টুর্নামেন্ট কর্তৃপক্ষ।
দুই দলকে ২০ হাজার টাকা করে পুরস্কার প্রদান করা হয়। টুর্নামেন্টে পোর্ট সিটি ওয়ারিয়রের নাসিরকে সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়।
এমএসআর