কিশোরগঞ্জে শিশু ধর্ষণের পর হত্যার ঘটনায় আটক ৮
কিশোরগঞ্জের কটিয়াদীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে (০৯) ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার আলামত মিলেছে। শনিবার (০৩ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে নিহতের ময়নাতদন্ত শেষে সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন।
এ ঘটনায় সন্দেহভাজন আটজনকে আটক করেছে পুলিশ। এর আগে শুক্রবার (০২ জুলাই) বেলা ১১টার দিকে বাড়ির পাশে পুরাতন ব্রহ্মপুত্র নদের পাড়ে পাটক্ষেত থেকে হাত-পা বাঁধা ও গলায় ওড়না পেঁচানো অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৭টার দিকে মেয়েটি তার বাবার সঙ্গে বাড়ির পাশে নদীতে মাছ ধরতে যায়। নদীতে যাওয়ার পর বৃষ্টি শুরু হলে বাবা তাকে বাড়িতে চলে যেতে বলে। তখন বাবার কথায় সে একা বাড়ির দিকে রওনা দেয়। পথে নিখোঁজ হয় মেয়েটি। অনেক খোঁজাখুঁজির পর নদীর পাড়ে পাটক্ষেতে হাত-পা বাঁধা ও গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ দেখতে পায় এলাকাবাসী।
বিজ্ঞাপন
কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (কটিয়াদী-হোসেনপুর সার্কেল) মো. সোনাহর আলী ঢাকা পোস্টকে বলেন, এ ঘটনার পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সন্দেহভাজন আট যুবককে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এসকে রাসেল/আরএআর
বিজ্ঞাপন