সিনহা হত্যা মামলার চার্জশিট রোববার
মেজর সিনহার ফাইল ছবি
কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার চার্জশিট
রোববার (১৩ ডিসেম্বর) আদালতে জমা দেবেন মামলার তদন্ত কর্মকর্তা র্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. খায়রুল ইসলাম।
শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব-১৫ এর অধিনায়ক উইন কমান্ডার আজিম আহমেদ।
বিজ্ঞাপন
৪ মাসের বেশি সময় তদন্ত শেষে রোববার বেলা ১১টায় কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে এ তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথা রয়েছে।
র্যাবের একাধিক সূত্রের তথ্য মতে, তদন্ত প্রতিবেদনে টেকনাফ থানার সাবেক তদন্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশসহ ১২ জন পুলিশ সদস্য ও পুলিশের তিন সোর্সকে আসামি হিসেবে রাখা হয়েছে। এর মধ্যে টেকনাফ থানার সাবেক কনস্টেবল এবং ওসি প্রদীপের আস্থাভাজন সাগর দেবকে পলাতক দেখানো হয়েছে। এ মামলায় ছয়জন প্রত্যক্ষদর্শীসহ ২০ জনের সাক্ষ্য নেয়া হয়েছে। তবে ঠিক কত পৃষ্ঠার চার্জশিট দেয়া হবে সে বিষয়ে কিছু নিশ্চিত করতে পারেনি সূত্রটি।
বিজ্ঞাপন
এর আগে, টানা ১৫ দিন রিমান্ডে থেকেও ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়নি টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও কনস্টেবল রুবেল শর্মা। তবে বাকি ৯ পুলিশসহ ১২ আসামি রিমান্ডের নির্ধারিত সময়ের আগেই ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
উল্লেখ্য, চলতি বছরের ৩১ জুলাই রাতে টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের একটি চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। পরে তার বোনের করা মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপসহ ১৪ আসামি কারাগারে রয়েছেন।
এসপি