প্রতিশোধ নিতে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা
ফাইল ছবি
হবিগঞ্জের বানিয়াচংয়ে হত্যার প্রতিশোধ নিতে তানভীর মিয়া (২১) এক লেজছাত্রকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। শনিবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশি গ্রেফতার এড়াতে গ্রাম পুরুষ শূন্য হয়ে পড়েছে।
নিহত তানভরি বানিয়াচং উপজেলার বড়ইউড়ি গ্রামের মোন্তাজ মিয়ার ছেলে এবং বানিয়াচং কলেজের ছাত্র।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, বড়ইউড়ি গ্রামের মোন্তাজ মিয়া ও মোহাম্মদ আলীর গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবত গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এর নিয়ে ২০১৭ সালে মোহাম্মদ আলীর বাবা আমীর আলীকে মোন্তাজ মিয়ার লোকজন হত্যা করে। হত্যা মামলায় দীর্ঘদিন আসামিরা পলাতক ছিল।
এদিকে শনিবার মোন্তাজ মিয়া ও তার লোকজন গ্রামে প্রবেশ করলে দু’পক্ষের মধ্যে আবারো উত্তেজনা বিরাজ করে। এক পর্যায়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হলে প্রতিপক্ষের লোকজন কলেজছাত্র তানভীরকে কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে রাত ১১টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
বিজ্ঞাপন
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রোববার (১০ জানুয়ারি) সকালে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
এসপি