কারাগারে কয়েদির আত্মহত্যা, কারারক্ষী বহিষ্কার
ফাইল ছবি
সিলেট কেন্দ্রীয় কারাগারে সেলের ভেতরে গ্রিলে ঝুলে রুবেল মিয়া (৪০) নামে এক কয়েদি আত্মহত্যা করেছেন। কয়েদির আত্মহত্যার ঘটনায় দায়িত্ব অবহেলার দায়ে শাহিনুল হক নামে এক কারারক্ষীকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রোববার (১০ জানুয়ারি) মরদেহ হস্তান্তরের কথা রয়েছে।
রুবেল মিয়া ৪ বছর ধরে সিলেট কারাগারে ছিল। একটি মামলায় তাকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছিল আদালত।
রুবেল কুমিল্লা জেলার লাকসাম এলাকার হাসেম মিয়ার ছেলে।
বিজ্ঞাপন
সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মুজিবুর রহমান বলেন, শুক্রবার সন্ধ্যায় রুবেল মিয়া নিজ সেলে আত্মহত্যা করেছেন। আমরা তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, এই ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কারারক্ষী শাহিনুল হককে বহিষ্কার করা হয়েছে। রুবেলের মরদেহ ময়নাতদন্ত শেষে ওসমানী হাসপাতাল মর্গে রাখা হয়েছে। রোববার তার আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করা হবে।
বিজ্ঞাপন
এসপি