সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বালুভর্তি ট্রাকচাপায় দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার (০৫ জুলাই) দুপুরে উপজেলার চালা সাত রাস্তার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হচ্ছে- উপজেলার চালা বানিয়াপাড়া মহল্লার আব্দুস সামাদের ছেলে রাব্বি (১৩) ও সাব্বির (১০)।

বেলকুচি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, সোমবার দুপুরে চালা সাত রাস্তার মোড় এলাকায় দাঁড়িয়ে ছিল রাব্বি ও সাব্বির। এ সময় বালুভর্তি একটি ট্রাক তাদের চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। ট্রাকটি জব্দ করা গেলেও চালক ও হেলপার পলাতক রয়েছেন। তাদের আটকে পুলিশের অভিযান চলছে বলেও জানান ওসি। 

শুভ কুমার ঘোষ/আরএআর