এমসি কলেজে গণধর্ষণ : অভিযোগ গঠনের শুনানি ১২ জানুয়ারি
ফাইল ছবি
সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে গণধর্ষণ মামলায় অভিযোগ গঠনের শুনানি আগামী মঙ্গলবার (১২ জানুয়ারি) ধার্য করেছে আদালত। রোববার (১০ জানুয়ারি) বেলা ১১টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মোহিতুল হক এ দিন ধার্য করেন।
সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (এসি প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার (১০ জানুয়ারি) এই মামলার অভিযোগ গঠনের তারিখ ছিল। তবে আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ২ দিন পিছিয়ে ১২ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞাপন
এর আগে গত ৩ জানুয়ারি (রোববার) চার্জগঠনের নির্ধারিত তারিখ থাকলেও আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তা পিছিয়ে ১০ জানুয়ারি নির্ধারণ করে আদালত।
গত ৩ ডিসেম্বর এই মামলায় ৮ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় পুলিশ। এর মধ্যে ৬ জনের বিরুদ্ধে সরাসরি ধর্ষণে অংশ নেওয়া ও বাকি ২ জনের বিরুদ্ধে ধর্ষণে সহায়তার প্রমাণ পায় তদন্তকারী কর্মকর্তা।
বিজ্ঞাপন
ধর্ষণে সরাসরি অংশ নেওয়া আসামিরা হলেন- সাইফুর রহমান, মো. আইনুদ্দিন, মিসবাউল ইসলাম রাজন, শাহ মো. মাহবুবুর রহমান রনি, তারেকুল ইসলাম তারেক, অর্জুন লস্কর। ধর্ষণে সহযোগিতার জন্য মো. রবিউল হাসান ও মাহফুজুর রহমান মাসুমকে আসামি করা হয়েছে। এই ৮ জনই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
উল্লেখ্য, গত বছরের ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় সিলেট নগরের বালুচরে এমসি কলেজ ছাত্রাবাসে প্রাইভেটকারের ভেতর গণধর্ষণের শিকার হন এক গৃহবধূ। ওই রাতেই শাহপরান থানায় ৬ জনকে আসামি করে মামলা করেন গৃহবধূর স্বামী। এই ঘটনায় র্যাব ও পুলিশ সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ থেকে ৮ জনকে গ্রেপ্তার করে। এদের প্রত্যেককে পাঁচদিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। রিমান্ড শেষে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন তারা। জবানবন্দিতে প্রধান আসামি সাইফুর, তারেক, শাহ মাহবুবুর ও অর্জুন লস্কর ধর্ষণের কথা স্বীকার করেন।
এসপি