করোনায় সুস্থ হয়ে ডায়রিয়ায় মারা গেলেন চিকিৎসক
ডা. আশরাফ আলী
সাতক্ষীরা পৌরসভার অবসরপ্রাপ্ত মেডিকেল অফিসার ডা. আশরাফ আলী করোনা-পরবর্তী জটিলতায় মারা গেছেন। সোমবার (৫ জুলাই) বিকেল ৪টার দিকে সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ডা. আশরাফ আলী (৬২) সাতক্ষীরা পৌরসভার দক্ষিণ কাটিয়া এলাকার বাসিন্দা। ইসলামী ব্যাংক হাসপাতালে ডা. মানস কুমার মন্ডলের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন এই চিকিৎসক।
বিজ্ঞাপন
সাতক্ষীরা মেডিকেলের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার মন্ডল বলেন, কোভিডে আক্রান্ত হয়েছিলেন তিনি। তবে সুস্থ হয়ে চার দিন আগে বাড়িতে ফিরে যান। এরপর বাড়িতে তার ডায়রিয়া হয়। একপর্যায়ে পেটের ভেতরে নাড়ি জড়িয়ে যায় ডা. আশরাফ আলীর।
তিনি আরও বলেন, রোববার (৪ জুলাই) তাকে আবারও বেসরকারি ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রাতে আমি তাকে একবার দেখে এসেছিলাম। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
বিজ্ঞাপন
সাতক্ষীরা পৌরসভার দক্ষিণ কাটিয়া এলাকার বাসিন্দা কাউন্সিলর কায়সারুজ্জামান হিমেল জানান, ডা. আশরাফ আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী সার্জন ছিলেন। সেখান থেকে সাতক্ষীরা পৌরসভার মেডিকেল অফিসার হিসেবে দীর্ঘ দিন দায়িত্ব পালন করেছেন। তার গ্রামের বাড়ি সদর উপজেলার ঝাউডাঙ্গা এলাকায় দাফনের প্রস্তুতি চলছে।
সাতক্ষীরা জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মনোয়ার হোসেন বলেন, মহামারি করোনাভাইরাস-পরবর্তী জটিলতায় মারা গেছেন এই চিকিৎসক। দেড় বছর আগে তিনি অবসরে যান।
আকরামুল ইসলাম/এমএসআর