বাগেরহাটে ২৪ ঘণ্টায় ২৫১ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১২১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৮ শতাংশ। এই সময়ে মারা গেছে ২ জন। বাগেরহাটে মোট মৃত্যু হয়েছে ৯১ জনের। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৮৯৪ জন।

সুস্থ হয়েছেন ২ হাজার ৭১৯ জন। সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৮৪ জন। সোমবার (০৫ জুলাই) দুপুরে সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও বলেন, আক্রান্তদের মধ্যে বাগেরহাট সদর উপজেলায় ৩৯ জন, মোল্লাহাটে ১২, ফকিরহাটে ৩২, চিতলমারীতে ৩, কচুয়ায় ২, মোড়েলগঞ্জে ১৪, মোংলায় ৭, এবং শরণখোলায় ১২ জন রয়েছেন।

ডা. কেএম হুমায়ুন কবির বলেন, স্বাস্থ্য সেবা প্রদানের পাশাপাশি করোনা সংক্রমণ রোধে আমরা সব ধরনের চেষ্টা করে যাচ্ছি।পরিস্থিতি যদি আরও বেশি খারাপ হয়, তাহলে আমাদের পক্ষে সেবা দেওয়া অনেক কঠিন হবে। এই অবস্থায় সাধারণ মানুষকে আরও বেশি সচেতন হতে হবে।

তানজীম আহমেদ/এমএসআর