সেই দিনমজুরের পরিবারের পাশে দাঁড়াল পুলিশ
লকডাউনে কাজ না থাকায় সন্তানদের খাবার যোগাড় করতে না পেরে আত্মহত্যা করা দিনমজুর দ্বীন ইসলামের পরিবারকে খাদ্যসহয়তা দিয়েছেন মুন্সিগঞ্জের পুলিশ সুপার আব্দুল মোমেন। সোমবার (০৫ জুলাই) দুপুরে সদর হাসপাতালের সামনে মা ও স্ত্রীর হাতে খাদ্যসামগ্রী তুলে দেন মুন্সিগঞ্জ সদর থানার ওসি আবু বকর সিদ্দিক।
এ সময় কান্নায় ভেঙে পড়েন নিহতের মা জুলেখা বেগম এবং স্ত্রী শাহিদা বেগম। সদর থানার ওসি আবু বকর সিদ্দিক নিহতের পরিবারকে উদ্দেশ্য করে বলেন, পুলিশ সুপার মহোদয় আমাকে আপনাদের খোঁজে-খবর নেওয়ার জন্য পাঠিয়েছেন। সেইসঙ্গে তিনি আপনাদের জন্য কিছু খাদ্য সহায়তা পাঠিয়েছেন।
বিজ্ঞাপন
এর আগে, লকডাউনে কাজ না থাকায় সন্তানদের খাবার যোগাড় করতে না পেরে মুন্সিগঞ্জ সদরে দ্বীন ইসলাম (২৫) নামে এক দিনমজুর আত্মহত্যা করেন। রোববার (০৪ জুলাই) দুপুর ২টার দিকে সদর উপজেলার পশ্চিম মুক্তারপুর এলাকায় নিজ ঘরে ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।
দ্বীন ইসলাম বরিশাল জেলার কাউনিয়া এলাকার গৌতমের ছেলে। তিনি মা, স্ত্রী ও দুই ছেলে-মেয়ে নিয়ে মুক্তারপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
বিজ্ঞাপন
ব.ম শামীম/এসপি