সিলেট বিভাগে রেকর্ড মৃত্যু
সিলেট বিভাগে পাল্লা দিয়ে বাড়ছে করোনায় মৃত্যু ও শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় বিভাগে রেকর্ড ৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় ১ হাজার ৪৫ জনের নমুনা পরীক্ষা করে নতুন ৩৬২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৪ দশমিক ৬৪ শতাংশ।
বুধবার (০৭ জুলাই) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে সিলেট জেলার ২১৩ জন, সুনামগঞ্জের ২৪ জন, হবিগঞ্জের ৩১ জন এবং মৌলভীবাজারের ৯৪ জন রয়েছেন। সব মিলে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৭১৬ জন।
এর মধ্যে সিলেট জেলায় ১৮ হাজার ২৭৬ জন, সুনামগঞ্জে ৩ হাজার ১৫৭, হবিগঞ্জে ২ হাজার ৯৫১ এবং মৌলভীবাজারে ৩ হাজার ৩৩২ জন রয়েছেন।
এদিকে করোনাভাইরাসের আক্রান্ত হয়ে মারা যাওয়া ৯ জনের মধ্যে সাতজন সিলেটের, একজন সুনামগঞ্জের এবং একজন মৌলভীবাজারের বাসিন্দা। এ নিয়ে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ৫০২ জন। এর মধ্যে সিলেটে ৪০৭ জন, সুনামগঞ্জে ৩৫ জন, হবিগঞ্জে ২২ জন এবং মৌলভীবাজারের ৩৮ জন।
বিজ্ঞাপন
তুহিন আহমদ/এসপি