ফাইল ছবি

চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে অজ্ঞাত পরিচয়ের এক কিশোরের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ছোটশলুয়া-ছয়ঘরিয়া গ্রামের মাঝামাঝি একটি ফসলি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, এলাকার কয়েকজন কৃষক সকালে ক্ষেতে কাজ করার সময় অজ্ঞাত কিশোরের মরদেহটি দেখতে পায়। পরে বিষয়টি দ্রুত চুয়াডাঙ্গা সদর থানায় জানানো হয়। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। কিশোরের পরনে একটি সাদা টিশার্ট এবং লাল কালারের ট্রাউজার রয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সকালে ক্ষেত থেকে অজ্ঞাত কিশোরের মরদেহটি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

কিশোরের পরিচয় শনাক্ত ও রহস্য উদঘটনের মধ্য দিয়ে অভিযুক্তদের আটকে ইতোমধ্যে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে বলেও জানান এই কর্মকর্তা।

এসপি