কিশোরগঞ্জে ডোবার পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনায় ডোবার পানিতে ডুবে ফারজানা আক্তার (৭ ) ও পাপিয়া আক্তার (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে উপজেলার বাদলা ইউনিয়নের শান্তিপুর গ্রামে ঘটনাটি ঘটে।
জানা গেছে, ফারজানা আক্তার উপজেলার বাদলা ইউনিয়নের শান্তিপুর গ্রামের মন্নাছ মিয়ার মেয়ে ও পাপিয়া আক্তার একই গ্রামের ইলিয়াস মিয়ার মেয়ে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাদলা ইউনিয়নের শান্তিপুর গ্রামে শিশু ফরজানা আক্তার ও পপি আক্তার অন্য শিশুদের সঙ্গে কোনো এক সময় বাড়ি থেকে খেলাধুলার উদ্দেশ্যে বেড়িয়ে যায়।
পরিবারের সদস্যরা শিশু দুটিকে বাড়িতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে বাড়ির পাশের ডোবায় শিশু দুটির মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে পানি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদ জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
এসকে রাসেল/এমএসআর