সিএস অফিসে অক্সিজেন সিলিন্ডার দিয়ে তোপের মুখে স্বাস্থ্য কর্মকর্তা
পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন তুহিনের দেওয়া ২০টি অক্সিজেন সিলিন্ডারের মধ্যে ১৭টি উধাও হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (০৮ জুলাই) দুপুরে বিষয়টি জানাজানি হওয়ার পর তোপের মুখে পড়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসমা খান।
করোনা পরিস্থিতিতে গত রোববার (০৪ জুলাই) আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য উপকমিটির সদস্য জালাল উদ্দিন তুহিন ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন।
বিজ্ঞাপন
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসমা খান দাবি করেন, পাবনায় স্বাস্থ্য সচিব আসবেন বলে সিভিল সার্জন (সিএস) ডা. মনিসর চৌধুরী তাকে বুধবার রাত সাড়ে ১১টায় ২০টি অক্সিজেন সিলিন্ডার পাঠানোর নির্দেশনা দেন। এরপরই তিনি হাসপাতালের ভান্ডারে রক্ষিত ব্যবসায়ী জালাল উদ্দিন তুহিনের দেওয়া ২০টি সিলিন্ডারের মধ্যে তিনি ১৭টি সিলিন্ডার পাবনা সিভিল সার্জন অফিসে পাঠিয়ে দেন।
তবে পাবনার সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী বলেন, স্বাস্থ্য সচিব পাবনায় আসবেন এমন কোনো তথ্য আমার জানা নেই। পাবনায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জরুরি প্রয়োজনে ঈশ্বরদী থেকে ১৫টি অক্সিজেন সিলিন্ডার দুইদিনের জন্য নিয়ে আসা হয়েছে। নির্ধারিত সময়েই সিলিন্ডারগুলো পূর্বের জায়গায় ফেরত পাঠানো হবে।
বিজ্ঞাপন
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকসহ স্থানীয়রা জানান, পাবনায় করোনা আক্রান্তের অধিকাংশই ঈশ্বরদীর বাসিন্দা। বর্তমানে ঈশ্বরদী করোনার হটস্পটে পরিণত হয়েছে। ঈশ্বরদী কেন্দ্রিক সরকারের বড় বড় প্রজেক্টসহ বিভিন্ন কর্মযজ্ঞ চলছে। সে সব প্রতিষ্ঠানের অনেক মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য কারও দেওয়া অক্সিজেন সিলিন্ডার কাউকে না জানিয়ে চুপিসারে পাঠানোটা মোটেও ঠিক হয়নি।
এ বিষয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য উপকমিটির সদস্য জালাল উদ্দিন তুহিন বলেন, করোনার হটস্পট থেকে অক্সিজেন সিলিন্ডার অন্যত্রে পাঠানোর বিষয়টি দুঃখজনক। আমার এলাকার মানুষের জীবন বাঁচাতে প্রয়োজনে আরও অক্সিজেন সরবরাহ করব।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা পি এম ইমরুল কায়েস বলেন, ডা. আসমা খান কীভাবে রাতের আঁধারে কাউকে না জানিয়ে ১৭টি অক্সিজেন সিলিন্ডার পাবনায় পাঠিয়েছেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পাবনায় স্বাস্থ্য সচিব আসবেন এমন কোনো তথ্য আমার কাছে নেই।
রাকিব হাসনাত/আরএআর