মুুখে মাস্ক না থাকায় ব্যতিক্রমী শাস্তি পেলেন যুবক
করোনায় চলমান কঠোর লকডাউনে দেশের অন্যান্য স্থানের মতো কিশোরগঞ্জের হোসেনপুরেও গণসচেতনতামূলক প্রচার, মোবাইল কোর্ট এবং কঠোর নজরদারি চালিয়ে যাচ্ছে উপজেলা প্রশাসন।
এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (৮ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজের নেতৃত্বে উপজেলার ডাকবাংলোর সামনে গরুর হাট এলাকায় গণসচেতনতামূলক প্রচার, মোবাইল কোর্ট এবং কঠোর নজরদারি চালাচ্ছিলেন একটি দল।
বিজ্ঞাপন
এ সময় মুখে মাস্ক না থাকা এক যুবককে দেখতে পেয়ে এগিয়ে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ। মোবাইল কোর্ট দেখে সিগারেট ফেলে মাস্ক পরে সেই যুবক। মুখে মাস্ক ছিল না কেন তাকে জিজ্ঞেস করা হলে তিনি অভিযোগ স্বীকার করে ক্ষমা চান। অন্যদের অর্থদণ্ড দিতে দেখে নিজের পকেট দেখিয়ে তিনি বলেন কোনো টাকা নেই তার কাছে। পরে তাকে দীপেশ্বর গোল চত্ত্বর এলাকায় সন্ধ্যা পর্যন্ত পুলিশের সঙ্গে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার প্রতিশ্রুতিতে ক্ষমা করে দেয়া হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ জানান, সরকারি বিধি মোতাবেক কঠোর লকডাউন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে উপজেলা প্রশান। বৃহস্পতিবার উপজেলার ডাকবাংলোর সামনে গরুর হাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করার সময় এক যুবককে দেখা যায় মুখে মাস্ক নেই। তখন ওই যুবক অন্যদের অর্থদণ্ড করা হচ্ছে দেখে নিজের দোষ স্বীকার করে ক্ষামা চাইলে তাকে সন্ধ্যা পর্যন্ত পুলিশের সঙ্গে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার শর্তে ক্ষামা করে দেয়া হয়।
বিজ্ঞাপন
এসকে রাসেল/এমএএস