কিশোরগঞ্জের নিকলীতে শিশুকে হাওরের পানিতে ডুবে যাওয়া থেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল পারভেজ মিয়া (২৮) নামে এক পর্যটকের। ⁠বৃহস্পতিবার (৮ জুলাই) বেলা পৌনে ১২টার দিকে নিকলী বেড়িবাঁধ এলাকায় (প্রেমঘাট) এ ঘটনা ঘটে।

জানা গেছে, মৃত যুবক পারভেজ মিয়া কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের এলেম মিয়ার ছেলে। ৩ দিন আগে পারভেজ নিকলী সদর ইউনিয়নের টিক্কলহাটি গ্রামে খালুশ্বশুর আল-আমিন মিয়ার বাড়িতে বেড়াতে আসেন হাওরের পানি দেখতে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে খালুশ্বশুর আল-আমিনের ৭ বছরের শিশুপুত্র নাইদুলকে নিয়ে পারভেজ ও তার স্ত্রী নাসিমা নিকলী বেড়িবাঁধসংলগ্ন প্রেমঘাটে গোসল করতে যান।

তারা গোসলে নামার পর হঠাৎ পারভেজ দেখেন শিশু নাইদুল হাওরের পানির টানে দূরে চলে গিয়ে হাবুডুবু খাচ্ছে। এ অবস্থা দেখে পারভেজ মিয়া শিশু নাহিদুলকে বাঁচাতে হাওরের পানিতে একের পর এক ডুব দিয়ে প্রাণান্ত চেষ্টা চালায়।

পরে শিশুটিকে উদ্ধার করে স্ত্রী নাসিমার হাতে তুলে দিয়ে পারভেজ হাওরের পানিতেই ঢলে পড়ে। হাওরের পানিতে তলিয়ে যাওয়া স্বামীকে বাঁচাতে স্ত্রী নাসিমা ডাক-চিৎকার শুরু করেন।

⁠এ সময় স্থানীয়রা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে পারভেজকে উদ্ধার করে নিকলী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম ছিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

⁠এসকে রাসেল/এমএসআর