করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের অষ্টম দিনে জীবিকার তাগিদে ইজিবাইক নিয়ে ঘর থেকে বের হয়েছিলেন বেশ কয়েকজন চালক। যাদের ঘরে খাবার নেই। কিন্তু সরকারি নির্দেশনা অমান্য করায় এই চালকদের আটক করেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা প্রায় ৪০টি ইজিবাইক। 

বৃহস্পতিবার (০৮ জুলাই) বিকেলে তাদের জরিমানা করে ছেড়ে দেওয়ার কথা থাকলেও উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জরিমানার পরিবর্তে জেলা প্রশাসক (ডিসি) মো. মামুনুর রশীদ তাদের হাতে তুলে দিয়েছেন খাদ্যসামগ্রী।

জরিমানার বদলে খাবার পেয়ে অবাক ইজিবাইক চালকরা। তাদেরই একজন উখিয়া সদরের নুরুল আলম বলেন, আমরা ভেবেছিলাম আমাদের জেল-জরিমানা করা হবে, কিন্তু ডিসি স্যার খাবার দিলেন। খুব ভালো লাগছে। লকডাউনের বাকি দিনগুলোতে ইজিবাইক না চালালেও আমাদের কোনো অসুবিধা হবে না। 

এ সময় জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, বিধিনিষেধ বাস্তবায়নে কঠোরতার পাশাপাশি কর্মহীন মানুষদের সহায়তা করছে জেলা প্রশাসন। ২১টি ক্যাটাগরি বিবেচনায় মানুষদের জরুরি এই সাহায্য দেওয়া হচ্ছে। 

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ বলেন, মানবিক বিবেচনায় আমরা তাদের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করেছি। এছাড়াও এই লকডাউনে ৩৩৩ নম্বরে কল করা উপজেলার শতাধিক মানুষকে খাদ্যসহায়তা দেওয়া হয়েছে। বিধিনিষেধ বাস্তবায়নে আমরা যেমন তৎপর তেমনি কর্মহীন মানুষদের পাশে দাঁড়াতে আমরা সবসময় প্রস্তুত। 

উল্লেখ্য, কঠোর বিধিনিষেধের প্রথম সাতদিন ১ থেকে ৭ জুলাই পর্যন্ত উখিয়ায় ১২২ মামলায় ১ লাখ ৭৬ হাজার টাকা জরিমানা ও তিনজনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মুহিববুল্লাহ/আরএআর