কুমিল্লায় ২৪ ঘণ্টায় ১ হাজার ৭ নমুনা পরীক্ষা করে সর্বোচ্চ ৪২৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪২ দশমিক ৫ শতাংশ। ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। যাদের বয়স ৫০ থেকে ৭৫ এর মধ্যে।

এদিকে কুমিল্লা সিটি করপোরেশনে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেল ৬টায় সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন ঢাকা পোস্টকে এ তথ্য জানান।

জানা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ১৭১ জন, আদর্শ সদর উপজেলার ২৯, সদর দক্ষিণের ৭, বুড়িচংয়ের ১৬, ব্রাহ্মণপাড়ার ৯, চান্দিনার ২৫, চৌদ্দগ্রামের ২৯ জন রয়েছেন।

এছাড়া দেবিদ্বারের ৮ জন, দাউদকান্দির ১১, লাকসামের ৩০, লালমাইয়ের ১, নাঙ্গলকোটে ১৪, বরুড়ায় ২৯, মনোহরগঞ্জ ৭, মুরাদনগরের ৪, মেঘনার ৪, তিতাসের ১৬ ও হোমনার ১৮ জন রয়েছেন।

মৃতদের মধ্যে তিতাসে ৩ জন, চৌদ্দগ্রাম, দেবিদ্বার ও লাকসামে একজন করে রয়েছেন। এ নিয়ে কুমিল্লায় মোট মৃত্যু হয়েছে ৫১৩ জনের। আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৩৮৩ জন।

এমএসআর