গাজীপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে ৩ জন মারা গেছেন। এদিকে নতুন ২০০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন তিনজনসহ জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫৯ জনে। শনাক্ত ২০০ জনসহ আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৬২ জনে।

বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মো. খাইরুজ্জামান। সিভিল সার্জন জানান, ২৪ ঘণ্টায় ৪৪৯ নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষায় ২০০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

তিনি জানান, এদের মধ্যে গাজীপুর সদরে ১২৭ জন, কালীগঞ্জে ৬ জন, কালিয়াকৈরে ২১ জন, কাপাসিয়ায় ১৯ জন ও শ্রীপুরে ২৭ জন রয়েছেন। এ পর্যন্ত গাজীপুর জেলায় ৯৩ হাজার ৫৮৩ নমুনা পরীক্ষায় ১৩ হাজার ৫৬২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

ডা. মো. খাইরুজ্জামান জানান, ১৩ হাজার ৫৬২ জনের মধ্যে গাজীপুর সদরে ৮ হাজার ৭২৪, কালীগঞ্জে ৯২৮, কালিয়াকৈরে ১ হাজার ৪৯৯, কাপাসিয়ায় ৮৮৭ ও শ্রীপুরে ১ হাজার ৫২৪ জন আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ হাজার ৪৯৮ জন।

শিহাব খান/এমএসআর