সোনারগাঁয়ে পেপার মিলে অগ্নিকাণ্ডে দগ্ধ ৩ জনের মৃত্যু
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বিসিক শিল্পনগরী এলাকায় অবস্থিত আল নুর পেপার মিলে অগ্নিকাণ্ডে দগ্ধ চার নিরাপত্তাকর্মীর মধ্যে তিনজন মারা গেছেন। বৃহস্পতিবার (০৮ জুলাই) বিকেলে ও রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- এম এম মোস্তাক আহমেদ, তফিজুল ইসলাম ও আসাদুজ্জামান।
বিজ্ঞাপন
আল নুর পেপার মিলের ইনচার্জ মো. কিবরিয়া জানান, গত রোববার (০৪ জুলাই) রাত দেড়টার দিকে কাচঁপুর বিসিক শিল্পনগরী এলাকার আল নুর পেপার মিলে গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লাগে। এতে ওই মিলের চার নিরাপত্তাকর্মী দগ্ধ হন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাদের মধ্যে এম এম মোস্তাক আহমেদ ও তফিজুল ইসলাম বৃহস্পতিবার বিকেলে এবং আসাদুজ্জামান বৃহস্পতিবার রাতে মারা যান।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইয়ুব হোসেন জানান, তফিজুলের শরীরের ৭৮ শতাংশ, মোস্তাক আহমেদের ৬৮ শতাংশ এবং আসাদুজ্জামানের ৭৫ শতাংশ দগ্ধ হয়েছিল। তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
শেখ-ফরিদ/আরএআর/জেএস