সাতক্ষীরায় খাবার পেল ৬০০ কর্মহীন মানুষ
সরকারের চলমান কঠোর বিধিনিষেধে কর্মহীন হয়ে পড়া অসহায়দের মাঝে খাবার বিতরণ করেছেন সাতক্ষীরা জেলা খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার (১২ জুলাই) দুপুর ১২টার দিকে শহরের জেলা খাদ্য বিভাগের অফিস থেকে খাবার বিতরণ কর্মসূচি শুরু হয়। সেখান থেকে শহরের নিউ মার্কেট চত্বর, মেডিকেল কলেজ হাসপাতাল এলাকাসহ বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ৬০০ কর্মহীন ব্যক্তির মাঝে খাবার বিতরণ করা হয়।
সাতক্ষীরা জেলা খাদ্য নিয়ন্ত্রক কমল চাকমা জানান, বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা বিভাগের ১০ জেলায় একযোগে একবেলা রান্না করা খাবার বিতরণের ব্যবস্থা করা হয়েছে। খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও সমিতির সদস্যদের নিজস্ব অর্থায়নে সাতক্ষীরায় ৬০০ ব্যক্তির মাঝে খাবার ও মাস্ক বিতরণ করা হয়েছে। করোনার প্রভাবে লকডাউনে কর্মহীন হয়ে পড়া মানুষরা একবেলা যেন ভালোভাবে খেতে পারে সে লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। খাবারটুকু পেয়ে কিছুটা হলেই কর্মহীন মানুষরা উপকৃত হবে।
বিজ্ঞাপন
এদিকে এক প্যাকেট খাবার পেয়ে শহরের ভ্যানচালক আব্দুর রশিদ বলেন, রাস্তায় মানুষ কম থাকায় রোজগার নেই। লকডাউনের মধ্যে পুলিশে ভ্যান আটকে রাখে। পরিবার নিয়ে খাদ্য সংকটে ভুগছি। একবেলা খাবার পেলাম, এটাই আমার জন্য অনেক। আমি খুশি হয়েছি ও উপকৃত হয়েছি।
খাবার বিতরণকালে সাতক্ষীরা জেলা খাদ্য নিয়ন্ত্রক কমল চাকমা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জাকির হোসেন, গোপাল চন্দ্র দাস, এএসএম কমরুজ্জামান, খাদ্য পরিদর্শক সমিতির খুলনা বিভাগের সামাজিক ও সাংস্কৃতিক সম্পাদক তৈয়েবুর রহমান বাবু, জেলা ইউনিটের সভাপতি এএসএম মনজুরুল আলম, সাধারণ সম্পাদক হুমায়ুন বাসিদ, আমিন উদ্দীন মোড়ল, আবুল হাসান, দেব প্রশাদ দাস, এস এম আমিনুর রহমান বুলবুল, আবুল কালাম, আলতাফ হোসেন, জাহাঙ্গীর আলম, স্বপন রায়, আলমগীর হোসেন, গাজী আব্দুল আজিজ, আব্দুল খালেকসহ কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
আকরামুল ইসলাম/আরএআর