ফাইল ছবি

গাজীপুরে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। নতুন করে ১৯৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ হাজার ৩১৩ জন। আর মারা গেছেন ২৭৪ জন।

সোমবার (১২ জুলাই) সন্ধ্যায় গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খাইরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় জেলার ৩৯৪ জনের নমুনা পরীক্ষায় ১৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে গাজীপুর সদর উপজেলার ১১১জন, কালীগঞ্জের ৭ জন, কালিয়াকৈরের ২৭ জন, কাপাসিয়ার ২২ জন ও শ্রীপুর উপজেলার ৩০ জন রয়েছেন। 

তিনি আরও জানান, এ পর্যন্ত গাজীপুর জেলায় ৯৫ হাজার ৩৩০ জনের নমুনা পরীক্ষায় ১৪ হাজার ৩১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে গাজীপুর সদরে ৯ হাজার ১৭২ জন, কালীগঞ্জে ৯৬৫ জন, কালিয়াকৈরে ১ হাজার ৫৫৬, কাপাসিয়ায় ৯৫১ ও শ্রীপুর উপজেলায় ১ হাজার ৬৬৯ জন আক্রান্ত হয়েছেন।

ডা. মো. খাইরুজ্জামান জানান, এখন পর্যন্ত জেলায় নতুন পাঁচজনসহ ২৭৪ জন মৃত্যুবরণ করলেও সুস্থ হয়েছেন ১৪ হাজার ৩১৩ জন।

শিহাব খান/আরএআর