পাবনায় আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ
পাবনায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
পাবনায় অটোরিকশার গ্যারেজ দেওয়াকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার নিয়ে বকুল হোসেন শেখ (৪৩) নামের এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী।
নিহত বকুল সদর উপজেলার দোগাছি ইউনিয়নের দক্ষিণ রামচন্দ্রপুরের দুলাল শেখের ছেলে। তিনি ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও সদর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।
বিজ্ঞাপন
শনিবার (১২ ডিসেম্বর) দুপুর ১২টায় শহরের অনন্ত বাজার থেকে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বকুল হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানানো হয়।
বিক্ষোভ মিছিলে নিহত বকুলের বাবা দুলাল শেখসহ আত্মীয়-স্বজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিলে বকুল হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিসহ অনন্তবাজার এলাকায় অবৈধ চাঁদা আদায় বন্ধ করতে প্রশাসনের কাছে অনুরোধ জানানো হয়।
বিজ্ঞাপন
এলাকায় আধিপত্য ও চাঁদা নিয়ে মকসেদ আলীর সঙ্গে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল বকুল মেম্বারের। এরপর অনন্ত মোড়ের সিএনজি-অটোরিকশায় চাঁদা আদায়ের বিপক্ষে অবস্থান নেন বকুল। মোড়ে যাতে যাটজট সৃষ্টি না হয় সেজন্য গ্যারেজ স্থানান্তরের কথা বলেন বকুল মেম্বার। সেটাই হলো কাল হলো তার। শুক্রবার সন্ধ্যায় অনন্তবাজারে বকুল মেম্বারকে কুপিয়ে হত্যা করে মকসেদ বাহিনী।
এএম