স্বামীকে হত্যার পর রান্নাঘরে পুঁতে রাখলেন স্ত্রী
মুন্সিগঞ্জে নিখোঁজের আড়াই মাস পর আরাফাত মোল্লা (৪০) নামে এক এ ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে মুন্সিগঞ্জ পৌরসভার পূর্ব শীলমন্দি এলাকার নিজ বাড়ির রান্নাঘরের মেঝে খুঁড়ে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী আকলিমাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
নিহত আরাফাত মোল্লা পূর্ব শিলমন্দি এলাকার মৃত দুখাই মোল্লার ছেলে। আরাফাত ও আকলিমা দম্পতির ঘরে দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানায়, চলতি বছরের ২ মে আরাফাত নিখোঁজ রয়েছেন জানিয়ে ১৫ মে সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার স্ত্রী আকলিমা। পরবর্তীতে ৩০ মে একটি মামলা করেন। মামলার পর তদন্তে নামে পুলিশ। তদন্তের একপর্যায় শুক্রবার সকালে আকলিমার সঙ্গে এক প্রতিবেশীর কথোপকথনের ভিডিও পুলিশের হাতে আসে।
পুলিশের হাতে আসা ভিডিওতে দেখা যায়, আকলিমাই আরাফাতকে হত্যা করে বসতঘরের পাশের রান্নাঘরে পুঁতে রাখার বিষয়টি বলছেন প্রতিবেশীর কাছে। পরে বেলা ১১টার দিকে আকলিমাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরকীয়ার কারণে তিনি ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে হত্যা করেছেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন। পরে আকলিমাকে ঘটনাস্থলে নেওয়া হলে মরদেহ পুঁতে রাখার স্থান দেখিয়ে দেন। সেখানকার মাটি খুঁড়ে গলিত মরদেহ উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
নিহতের ছোট ভাই শরীফ মোল্লা জানান, তার ভাইয়ের সঙ্গে ভাবি আকলিমার পারিবারিকভাবে ঝগড়া ছিল। ২০২০ সালের রমজান মাসেও তাকে ধারালো ছুড়ি দিয়ে মাথায় কুপিয়ে ছিল। সেটা পারিবারিকভাবে সমাধান করা হয়। পরে সম্পর্ক ভালোই ছিল। ২ মে নিখোঁজ হন আরাফাত। এ ঘটনায় প্রথমে ১৫ মে সাধারণ ডায়েরি ও ৩০ মে অপহরণ মামলা করা হয়।
তিনি বলেন, আজ জানতে পারলাম ভাবিই ভাইকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে পরে গলা কেটে হত্যা করে। হত্যার পর মরদেহ রান্নাঘরে পুঁতে রাখে।
এ বিষয়ে মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মিনহাজুল ইসলাম বলেন, আরাফাত নিখোঁজ হওয়ার পর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পরে তার স্ত্রী বাদী হয়ে একটি অপহরণ মামলা করেন। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছিল। পরবর্তীতে ঘটনায় সম্পৃক্ততা না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়।
তিনি বলেন, আরাফাতের স্ত্রীর কথাবার্তা ও আচার-আচরণে সন্দেহ হয়। পরে একটি গোপন সোর্স নিয়োগ করি। সোর্স আকলিমাকে নজরে রাখে। আজ আকলিমা ও ঘটনার সঙ্গে জড়িত তার সহযোগী রিয়াজকে (২৫) আটকের পর এ হত্যার ঘটনা নিশ্চিত হই। তাদেরকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
ব.ম শামীম/আরএআর