বগুড়ায় ভুয়া অতিরিক্ত জেলা প্রশাসক গ্রেফতার
পুলিশের হাতে গ্রেফতার ইসতিয়াক মাহমুদ অভি
বগুড়ায় সদর থানা পুলিশের হাতে ভুয়া অতিরিক্ত জেলা প্রশাসক প্রতারণা করার সময় ধরা পড়েছেন। শনিবার (১২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে শহরের বাদুরতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
সদর থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
গ্রেফতারকৃত ভুয়া অতিরিক্ত জেলা প্রশাসক হলেন জেলার দুপচাঁচিয়া উপজেলার পাঁচথিতা গ্রামের মো. ইসতিয়াক মাহমুদ অভি (২৪)। তিনি বগুড়া পৌর এলাকার সুলতানগঞ্জপাড়ায় বাস করেন।
বগুড়া সদর থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, সদর থানার এসআই সোহেল রানার নেতৃত্বে পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে শহরের বাদুরতলা এলাকার তিব্বতের মোড় ও সোনা মিয়া মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ভুয়া অতিরিক্ত জেলা প্রশাসক ইসতিয়াক মাহমুদকে আটক করেন। এ সময় তিনি পুলিশকে অশালীন কথা বলতে থাকেন। একপর্যায়ে নিজেকে বগুড়া জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক বলে দাবি করেন এবং তার কাছে থাকা অতিরিক্ত জেলা প্রশাসকের পরিচয়পত্রও দেখান।
বিজ্ঞাপন
পরে পুলিশের জিজ্ঞাসাবাদে ইসতিয়াক অভি স্বীকার করেন, তিনি অতিরিক্ত জেলা প্রশাসক নন। তিনি প্রতারণার জন্য পরিচয়পত্র তৈরি করেছেন। এরপর পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
বগুড়ার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, পুলিশ প্রতারক ইসতিয়াক মাহমুদকে আটক করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা করা হয়েছে। বিকেলে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এনএ