গাজীপুরে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে ৫৩৬ নমুনা পরীক্ষায় ২৮৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটিই জেলার মধ্যে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। আর এ সময়ের মধ্যে করোনায় মৃত্যু হয়েছে ৫ জনের।

রোববার (১৮ জুলাই) গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এর আগে ৯ জুলাই সর্বোচ্চ ২৩৪ জন, ৪ জুলাই ২১৯ জন, ৭ জুলাই ২২০ জন এবং ১৪ জুলাই ২৫৬ জনের করোনা শনাক্ত হয়।

তিনি আরও জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষায় জেলায় সর্বোচ্চ ২৮৪ জন শনাক্ত হয়েছেন। এদের মধ্যে গাজীপুর সদরে ১০১ জন, কালীগঞ্জে ৩৫, কালিয়াকৈরে ৩২, কাপাসিয়ায় ২৫ ও শ্রীপুরে ৯১ জন রয়েছেন।

তিনি জানান, এ পর্যন্ত জেলায় ৯৮ হাজার ৬২৪ নমুনায় ১৫ হাজার ৬৭৭ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে গাজীপুর সদরে ৯ হাজার ৮৫৭ জন, কালীগঞ্জে ১০৭৬, কালিয়াকৈরে ১৭০৪, কাপাসিয়ায় ১০৯০ ও শ্রীপুরে ১৯৫০ জন রয়েছেন।

সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান জানান, এ পর্যন্ত জেলায় নতুন পাঁচজনসহ ২৯৭ জন মৃত্যুবরণ করলেও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ৬৫৭ জন।

শিহাব খান/এমএসআর