শেরপুরে ঘরের আড়ার সঙ্গে ঝুলে ছিল বৃদ্ধের লাশ
বগুড়ার শেরপুরের মির্জপুর ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে আজিজুর রহমান (৬৫) নামের এক বৃদ্ধ শনিবার (১৮ জুলাই) সকালে আত্মহত্যা করেন। আজিজুর রহমান মির্জাপুর উত্তরপাড়া গ্রামের মৃত কাজিম উদ্দিনের ছেলে।
জানা যায়, আজিজুর রহমান প্রায় ১ বছর ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। এ সময় থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। সকাল সাড়ে ৭টার দিকে ছেলে রেজাউল করিম বাবাকে ডাকাডাকি করে কোনো সাড়া পায়নি।
বিজ্ঞাপন
পরে দরজা ভেঙে ঘরের ভেতর গিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় আড়ার সঙ্গে লাশটি ঝুলতে দেখেন তিনি। পুলিশ ও এলাকাবাসীকে খবর দিলে তারা আজিজুর রহমানের লাশ উদ্ধার করে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আমি ও এসআই সাঈফ আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছি। থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়।
বিজ্ঞাপন
সাখাওয়াত হোসেন জনি/এমএসআর