আইসিইউ বেডসহ চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি
রংপুরে করোনা রোগীদের চিকিৎসায় হাসপাতালে আইসিইউ বেড, সাধারণ বেড ও হাইফ্লো ন্যাজাল ক্যানোলা সুবিধা বাড়ানোসহ সবার জন্য টিকা নিশ্চিত করার দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট। একই সঙ্গে স্বাস্থ্য বিভাগের সব অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা বন্ধেরও দাবি তুলেছে সংগঠনটি।
রোববার (১৮ জুলাই) দুপুরে রংপুর প্রেস ক্লাব চত্বরের সামনে মানববন্ধন ও সমাবেশ থেকে এসব দাবি জানায় সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের নেতারা।
বক্তারা বলেন, রংপুরসহ উত্তরবঙ্গে করোনার বিস্তার বেড়ে যাওয়াতে প্রতিদিন হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ছে। সরকারি হাসপাতালগুলোতে অক্সিজেন স্বল্পতা প্রকট হচ্ছে। সংকটাপন্ন রোগীদের জন্য পর্যাপ্ত আইসিইউ বেড না থাকায় প্রতিদিন রোগীর মৃত্যু হচ্ছে। এভাবে চলতে থাকলে পরিস্থিতি ভয়াবহ হবে।
বিজ্ঞাপন
তারা আরও বলেন, বর্তমান অবস্থাকে যুদ্ধকালীন পরিস্থিতি হিসেবে বিবেচনায় নিয়ে সেনাবাহিনীর মেডিকেল কোরের সহায়তায় ফিল্ড হাসপাতাল চালু করা জরুরি। হাসপাতালগুলোতে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে হবে। রোগীর চাপ সামলাতে বেড, হাইফ্লো ন্যাজাল ক্যানোলা, আইসিইউ বেড বৃদ্ধিসহ চিকিৎসা পরিধি বাড়ানো এখন সময়ের দাবি।
সংগঠনের জেলা সভাপতি মমিনুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন রংপুর জেলা বাসদের আহ্বায়ক আব্দুল কুদ্দস, কৃষক ফ্রন্টের জেলা সাধারণ সম্পাদক প্রভাষক অমল সরকার, কৃষক ফ্রন্টের সংগঠক আবু সুফিয়ান আজাদ প্রমুখ।
বিজ্ঞাপন
সমাবেশ থেকে সারাদেশে প্রতিদিন অন্তত ১ লাখ করোনার নমুনা পরীক্ষা, কন্ট্রাক্ট টেস্টিং ও আইসোলেশন ব্যবস্থা নিশ্চিতকরণ, বিনামূল্যে করোনা পরীক্ষা, সবার জন্য করোনা টিকার ব্যবস্থা করতে সরকারের কাছে আহ্বান জানানো হয়।
একই সঙ্গে দরিদ্র মানুষের ১ মাসের খাদ্য ও নগদ ৫ হাজার টাকা প্রদান ও করোনায় মারা যাওয়া পরিবারগুলোকে আর্থিক ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান তারা। পরে রংপুর জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়ের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন নেতারা।
ফরহাদুজ্জামান ফারুক/এমএসআর