রাঙামাটিতে আগুনে পুড়ে ছাই পুলিশ ব্যারাক
আগুনে ব্যারাকের তিনটি ঘর ভস্মীভূত হয়
রাঙামাটির কাপ্তাই উপজেলায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কাপ্তাই সার্কেল পুলিশের ব্যারাকের তিনটি ঘর। সোমবার (১১ জানুয়ারি) রাত আটটার দিকে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্র বলে জানা গেছে।
প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বাংলাদেশ নৌবাহিনীর কাপ্তাই শহীদ মোয়াজ্জেম ঘাঁটির ফায়ার সার্ভিস ইউনিট। ততক্ষণে আগুনে পুড়ে ছাই হয়ে যায় তিনটি ঘর।
বিজ্ঞাপন
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) জুনায়েত কাউসার নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় কাপ্তাই পুলিশ সার্কেলের ব্যারাকের তিনটি ঘর পুড়ে গেছে। প্রাথমিকভাবে আগুনে সূত্রপাত বৈদ্যুতিক শর্টসার্কিট হিসেবে ধারণা করা হচ্ছে।
আগুনের ঘটনার পর ব্যারাকের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হওয়ায় আগুনের লেলিহান শিখা মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে তিনটি ঘর ভস্মীভূত হয় বলে জানান তিনি।
বিজ্ঞাপন
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বাংলাদেশ নৌবাহিনীর কাপ্তাই শহীদ মোয়াজ্জেম ঘাঁটির ফায়ার সার্ভিস ইউনিট। ততক্ষণে আগুনে পুড়ে ছাই হয়ে যায় তিনটি ঘর।
এ বিষয়ে কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুল আনসারী ঢাকা পোস্টকে জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত্র হতে পারে। পরে সিলিন্ডার বিস্ফোরণে এটি ভয়াবহ হয়েছে। তবে কেউ হতাহত হননি।
এনএ