দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া ইজিবাইক

কক্সবাজারের উখিয়ায় বাস-ইজিবাইকের (টমটম) সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার টিভি টাওয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন-বান্দরবানের ঘুমধুমের নোয়াপাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে মনির আহমেদ (২২) এবং অপরজন ইজিবাইক চালক। তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উখিয়ার কাস্টমস টিভি টাওয়ার এলাকায় টেকনাফগামী সেন্টমার্টিন সার্ভিস নামে একটি বাসের সঙ্গে টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টমটমের চালকসহ চারজন গুরুতর আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে রেড-ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হলে দুইজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

নাম প্রকাশ না করার শর্তে রেড-ক্রিসেন্ট হাসপাতালের এক কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, সড়ক দুর্ঘটনায় আহতদের মধ্যে দুইজন হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছেন। আহতের মধ্যে নোয়াপাড়ার মৃত মকবুল ছোবাহানের ছেলে খাইরুল বশর বাবুলের (৩২) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জুর মোর্শেদ ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চারজন হতাহত হয়েছে বলে শুনেছি। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো জব্দের চেষ্টা চলছে।

এসপি