সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর বিধিনিষেধের মধ্যেই টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব যমুনা নদীর পা‌ড়ে শত শত দর্শনার্থী ভিড় করেছেন। এক‌দি‌কে যমুনা নদী অন‌্যদি‌কে বঙ্গবন্ধু সেতুর সৌন্দর্য উপ‌ভোগ কর‌তে প‌রিবার নিয়ে অনেকেই সেখা‌নে বেড়া‌তে এসেছেন। সেখা‌ন থে‌কে কেউ কেউ নৌকা এবং স্পিড‌বো‌টে ঘু‌রে বেড়া‌চ্ছেন। ত‌বে ঘুর‌তে আসা এসব দর্শনার্থী‌দের অনে‌কের মু‌খেই ছিল না মাস্ক। 

শুক্রবার (২৩ জুলাই ) বি‌কে‌লে বঙ্গবন্ধু সেতু পূর্ব যমুনা পা‌ড়ে গি‌য়ে এমন চিত্র দেখা গে‌ছে। দর্শনাথী‌দের কেউ কেউ ঝুঁকি নি‌য়ে নৌকায় গাদাগা‌দি ক‌রে ঘু‌রে বেড়া‌চ্ছেন। এছাড়া নৌকায় উচ্চ শ‌ব্দে সাউন্ড বক্স বা‌জি‌য়ে নে‌চে আনন্দ কর‌ছেন। সেখা‌নে থাকা নৌকায় ঘুর‌তে জনপ্রতি ভাড়া নেওয়া হ‌চ্ছে ৩০-৪০ টাকা ক‌রে। ত‌বে এই চিত্র ঈদের পরদিন বৃহস্প‌তিবার (২২ জুলাই) আরও বেশি ছিল। 

দর্শনার্থীরা জানান, লকডাউনে জেলার বি‌ভিন্ন পার্ক বন্ধ র‌য়ে‌ছে। তাই প‌রিবার নি‌য়ে বঙ্গবন্ধু সেতু‌তে বেড়া‌তে এসেছেন। ত‌বে এখা‌নে আসা অনেকেই মাস্ক পরেননি। 
 
নৌকার মা‌ঝিরা জানান, ঈদের প‌রদিন যে প‌রিমাণ মানুষ বেড়া‌তে এসেছিল শুক্রবার সে তুলনায় অনেক কম মানুষ এসেছে। আধাঘণ্টা ঘুর‌তে জনপ্রতি ৩০ টাকা ক‌রে নেওয়া হয়। একটি নৌকায় ২০ থে‌কে ৩০ জ‌নের বে‌শি নেওয়া হয় না। 

কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা তানজিন অন্তরা জানান, লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত মাঠে রয়েছে।

অভিজিৎ ঘোষ/আরএআর