দুর্ঘটনাকবলিত লরি

নেত্রকোনায় একটি বালুবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে চায়ের দোকানে ঢুকে পড়েছে। এতে লরিচাপায় দোকানে থাকা দুই ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে নেত্রকোনা-মদন সড়কের সদর উপজেলার মৌজেবালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার বালি গ্রামের কৃষক এমদাদুল হক (৪০) ও শিবপ্রসাদপুর গ্রামের ভ্যানচালক সেলিম মিয়া।

এদিকে গুরুতর আহত অবস্থায় মৌজেবালি গ্রামের কৃষক মোস্তফা (৫৫), সেলিম (৫০) ও মিন্টু মিয়াকে (৪৫) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রাস্তার পাশে চায়ের দোকানে বসেছিলেন কয়েকজন। এ সময় একটি বালুবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে ওই দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই এমদাদুল ও সেলিমের মৃত্যু হয়। 

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার মোর্শেদা খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরএআর