আল্লামা আহমদ শফীকে হত্যার অভিযোগে করা মামলার তদন্ত কাজ শুরু করেছে পিবিআই

হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমির আল্লামা আহমদ শফীকে হত্যার অভিযোগে আদালতে দায়ের করা মামলার তদন্ত কাজ শুরু করেছে পিবিআই। এরই মধ্যে হাটহাজারী মাদরাসা পরিদর্শন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) বিশেষ পুলিশ সুপার ইকবাল হোসেন। এ সময় তিনি সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলেছেন।

মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে হাটহাজারী মাদরাসায় পিবিআই টিম সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এর পর দুপুর ১২টায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, তদন্তের অংশ হিসেবে পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তের বিষয়ে আমরা কয়েকজনের সঙ্গে কথা বলেছি।

তিনি আরও বলেন, তদন্তের স্বার্থে বেশি কিছু বলা যাবে না। তবে আদালতের দেওয়া সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার লক্ষ্যে আমরা কাজ করছি।

গত ১৭ ডিসেম্বর চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিবলু কুমার দে’র আদালতে মামলাটি দায়ের করেন আল্লামা শফীর শ্যালক মোহাম্মদ মাঈনুদ্দিন। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব দিয়েছে। এক মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
 
পরে আল্লামা জুনায়েদ বাবুনগরী সাংবাদিকদের বলেন, এ বিষয়ে আমি কিছু বলতে পারব না। তদন্ত দল যা কিছু জিজ্ঞেস করেছেন আমরা তাদের বলেছি।

এমএসআর