মেয়র আইভীকে সান্ত্বনা দিচ্ছেন পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর মা মমতাজ বেগমের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)।

বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে নগরীর পশ্চিম দেওভোগে অবস্থিত মেয়র আইভীর পারিবারিক বাসভবন ‘চুনকা কুটিরে’ গিয়ে মন্ত্রী এই সমবেদনা জানান।

এ সময় সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আনিসুর রহমান দিপুসহ দলীয় নেতাকর্মীরা।

পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী কিছুক্ষণ সেখানে অবস্থান করেন। তিনি মেয়র আইভীসহ তার ছোট ভাই আলী রেজা রিপন ও আলী রেজা উজ্জল, জামাতা আব্দুল কাদিরকে সান্ত্বনা দেন।

প্রসঙ্গত ২৫ জুলাই বিকেল ৫টায় পশ্চিম দেওভোগের চুনকা কুটিরে বার্ধক্যজনিত কারণে শেষনিঃশ্বাস ত্যাগ করেন ৭৩ বছর বয়সী মমতাজ বেগম। তার মৃত্যুতে চুনকা পরিবার, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মমতাজ বেগমের মৃত্যুতে বাড়িতে এসে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাজনৈতিক সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

রাজু আহমেদ/এমএসআর