দুই পরিবারের ১০ রোহিঙ্গা আটক

কক্সবাজারের উখিয়ায় ক্যাম্পে ভাসানচর থেকে পালিয়ে আসা ১০ রোহিঙ্গাকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। 

উখিয়ার মধুরছড়া ক্যাম্পের আবুল কালাম মাঝির বসতঘর থেকে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত পৌনে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন’র অধিনায়ক (এসপি) নাঈমুল হক।

আটকরা হলেন মধুরছড়া ক্যাম্পের আমিনের ছেলে ফয়জুল ইসলাম (২৯), তার স্ত্রী মাজিদা বেগম (২৫), ছেলে ইয়াছির (৭), কায়সার (২), মেয়ে নুর ফাতেমা (৪), বড় ভাই জাহিদ হোসেন (৩০), তার স্ত্রী আছমা খাতুন (২৭), ছেলে সৈয়দ হোসেন (৯), হামিদ হোসেন (২) এবং মেয়ে আয়াছ ফাতিমা (৪)।

এসপি নাঈমুল হক জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায় ভাসানচর থেকে ২ পরিবারের ১০ জন রোহিঙ্গা পালিয়ে এসে মধুরছড়া ক্যাম্পে  অবস্থান করছে। সংবাদ পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়।

তিনি আরও জানান, দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা পেয়ে সঙ্গীয় অফিসার ফোর্সসহ বৃহস্পতিবার বিকেলে ৪ নম্বর ক্যাম্পের আবুল কালাম মাঝির বসতঘরে অভিযান পরিচালনা করে রোহিঙ্গাদের আটক করি। আটক ফয়জুল ও জাহিদ আপন ভাই।

জিজ্ঞাসাবাদে তারা জানায়, ‘ভাসানচরে কাজকর্ম করার কোনো সুযোগ-সুবিধা নেই। সেখানে শুধু জনপ্রতি ১৩ কেজি চাল, আলু, তেল ও হলুদ-মরিচ দেওয়া হয়। এছাড়া আর কোনো তরকারি বা মাছ মাংস কিছু দেওয়া হয় না। তাই কষ্ট সহ্য করতে না পেরে পালিয়ে এসেছি।’

এসপি নাঈমুল হক আরও জানান, আটক রোহিঙ্গাদের পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য ক্যাম্প-৪ এর ইনচার্জের (সিআইসি) মাধ্যমে ক্যাম্প-৪ (এক্স) এর কোয়ারেন্টাইন সেন্টারে প্রেরণ করা হয়েছে।

মুহিববুল্লাহ মুহিব/এমএসআর