বাগেরহাটে বৃষ্টিতে ভেসে গেছে ১৭ হাজার ঘের
বাগেরহাটে ২০ হাজারের বেশি মৎস্য ঘের ক্ষতিগ্রস্ত
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও পূর্ণিমার জোয়ারের প্রভাবে বৃষ্টিতে বাগেরহাটের ১৭ হাজারের অধিক মৎস্য ঘেরের ব্যাপক ক্ষতি হয়েছে। জেলা মৎস্য বিভাগের প্রাথমিক হিসাবে চাষিদের প্রায় ১১ কোটি টাকার মাছ ভেসে গেছে।
গত মঙ্গলবার সকাল থেকে টানা বর্ষণে পানি বৃদ্ধির ফলে এই ক্ষতি হয়। মৎস্য বিভাগ ও চাষিরা বলছেন, বৃষ্টি ও পানি বৃদ্ধি অব্যাহত থাকলে ক্ষতিগ্রস্ত ঘের ও ক্ষতির পরিমাণ আরও বৃদ্ধি পাবে।
বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেলে বিভিন্ন এলাকায় দেখা যায়, দুই দিনের অবিরাম বৃষ্টি ও জোয়ারের পানিতে বাগেরহাটের সদর, কচুয়া, রামপাল, মোংলা, মোড়েলগঞ্জ, ফকিরহাট, শরনখোলা, উপজেলার কয়েকহাজার চিংড়ি ঘের ক্ষতিগ্রস্ত হয়।
বিজ্ঞাপন
বাগেরহাট মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী, বিভিন্ন উপজেলার ১৭ হাজার ৩৭৫ মৎস্য ঘের ও পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৭ হাজার ৪৩৪ পুকুর, ৯ হাজার ৬৬৪ ঘের এবং ২৭৫ কাঁকড়া-কুচিয়ার খামার রয়েছে। ফলে চাষিদের দুই কোটি ৫১ লাখ টাকার সাদা মাছ, সাত কোটি ১৫ লাখ টাকার চিংড়ি মাছ এবং ২৪ লাখ টাকার কাঁকড়া-কুচিয়া ভেসে গেছে।
অবকাঠামোরও ক্ষতি হয়েছে ৫৭ লাখ টাকার। সব মিলিয়ে টাকার অংকে চাষিদের ১০ কোটি ৯৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। এই ক্ষতির পরিমাণ আরও বেশি বলে দাবি চিংড়ি চাষিদের।
বিজ্ঞাপন
বাগেরহাট সদর উপজেলার ডেমা এলাকার চাষি গিয়াস উদ্দীন বলেন, বৃষ্টিতে এলাকার অনেকের ঘের ডুবে গেছে। আমার ৬ বিঘার ঘের ভেসে গেছে। প্রতিটি প্রাকৃতিক দুর্যোগে আমাদের এই অবস্থার সৃষ্টি হয়।
কচুয়া উপজেলার ঘের চাষি ছালাম মোল্লা জানান, একদিকে বিরামহীন বৃষ্টি তারপরে আবার জোয়ারের পানি। কতক্ষণ আর ঠিক থাকবে। আমার ঘের তলিয়ে সব শেষ হয়ে গেছে। সামনের দিনগুলো কীভাবে চলবো মাথায় আসছে না?
জেলা মৎস্য কর্মকর্তা এস এম রাসেল বলেন, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ১৭ হাজারের অধিক ঘের ও পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ১১ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়।
তানজীম আহমেদ/এমএসআর