ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগজনক হারে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। ইতোমধ্যে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১শ ছাড়িয়েছে। 

শনিবার (৩১ জুলাই) ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা ১০১ জনে দাঁড়িয়েছে।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকেই জেলায় করোনা সংক্রমণ বাড়তে থাকে। ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৬৫৪ জন। শনিবার প্রাপ্ত করোনা পরীক্ষার রিপোর্ট অনুযায়ী সংক্রমণের হার ৫৬.৩০ শতাংশ। বর্তমানে আইসোলেশনে আছেন ২ হাজার ৮৬৫ জন। এর মধ্যে হাসপাতালের আইসোলেশন ইউনিটে আছেন ৬৪ জন।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ জানান, গত ২৪ ঘণ্টায় ১১৯ জনের নমুনা পরীক্ষা করে ৬৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। এছাড়াও আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা গেছেন।

আজিজুল সঞ্চয়/আরএআর