কম্পিউটারে পর্ন ভিডিও থাকায় সাতক্ষীরা সদর উপজেলার আবাদেরহাট বাজারের রেজওয়ান টেলিকমকে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দকৃত কম্পিউটার পুড়িয়ে দেওয়া হয়েছে। রোববার (০১ আগস্ট) বিকেল ৪টার দিকে আবাদেরহাট বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাতক্ষীরা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান 

রেজওয়ান টেলিকমের মালিক রেজওয়ান সরদার সাতক্ষীরা সদর উপজেলার শিয়ালডাঙ্গা গ্রামের গোলাপ সরদারের ছেলে। 

রেজওয়ান সরদার জানান, দোকান খোলা দেখে ম্যাজিস্ট্রেট আমাকে এক হাজার টাকা জরিমানা করেছেন। এছাড়া দোকানের কম্পিউটার পুড়িয়ে দিয়েছেন। এটি আমার রোজগারের একমাত্র মাধ্যম ছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাতক্ষীরা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান জানান, ভ্রাম্যমাণ আদালতের নিয়মিত অভিযান পরিচালনাকালে লকডাউনের মধ্যে দোকান খোলা রাখায় তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও কম্পিউটারে পর্ন ভিডিও থাকায় তা পুড়িয়ে দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আকরামুল ইসলাম/আরএআর