জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত ১১৯৩ পরিবার পেল উপহার
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া ও উপকূলীয় এলাকা কোম্পানীগঞ্জে জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত ১ হাজার ১৯৩ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে খাদ্যসামগ্রী দিয়েছে জেলা প্রশাসন।
সোমবার (২ আগস্ট) দুপুরে উপজেলার বয়ারচর দিদারবাজার এলাকায় ৬৯৩ পরিবারে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।
বিজ্ঞাপন
অন্যদিকে কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নে ৫০০ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. নাজিমুল হায়দার।
জেলা প্রশাসক খোরশেদ আলম খান জানান, টানা বর্ষণ ও জোয়ারে পানিতে ক্ষতিগ্রস্ত ১ হাজার ১৯৩ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মানবিক খাদ্যসহায়তা দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, আমরা মহামারি করোনাভাইরাসের শুরু থেকেই অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করছি। পর্যায়ক্রমে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
হাসিব আল আমিন/এমএসআর