ফাইল ছবি

পাবনায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। করোনা শনাক্ত হয়েছে আরও ১৪৪ জনের। সোমবার (০২ আগস্ট) দুপুর থেকে মঙ্গলবার (০৩ আগস্ট) দুপুর পর্যন্ত তারা মারা যান।

পাবনা জেনারেল হাসপাতালের পরিসংখ্যানবিদ সোহেল রানা জানান, হাসপাতালের করোনা ইউনিটে ৬৬ জন রোগী ভর্তি রয়েছেন। এক দিনে হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন তিনজন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মারা গেছেন একজন। এছাড়াও সদরের আরও একজন উপসর্গ নিয়ে মারা গেছেন।

উপসর্গে মৃতরা হলেন- শহরের শালগাড়িয়া এলাকার মুনজু হোসেনের ছেলে রিপন হোসেন (৪০), হেমায়েতপুরের আইনুদ্দিনের ছেলে আফজাল মিয়া (৭০), ঈশ্বরদীর বাঁশেরবাদা এলাকার শাগতা বেগম (৭০) ও আফরোজা খানম মিলি (৬০)। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা উপসর্গে মারা যাওয়া একজনের নাম-পরিচয় পাওয়া যায়নি। 

পাবনা সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান কর্মকর্তা অংশুপ্রতীম বিশ্বাস জানান, ২৪ ঘণ্টায় পাবনার ১ হাজার ২৮৯ জনের  নমুনা পরীক্ষা করে ১৪৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১১ দশমিক ১৭ শতাংশ। 

জেলায় এখন পর্যন্ত ১ লাখ ৩৩ হাজার ১৯ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১০ হাজার ৩৭৫ জনের। করোনায় মারা গেছেন মোট ৩৪ জন। সুস্থ হয়েছেন ৭ হাজার ৯১২ জন। প্রায় ৫ শতাধিক রোগী বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। 

পাবনা জেনারেল হাসপাতালের কোভিড ইউনিটের প্রধান চিকিৎসক ডা. সালেহ মোহাম্মদ আলী জানান, করোনা সংক্রমণ কমেছে। পাশাপাশি রোগী ভর্তিও কমে গেছে। তবে গুরুতর অবস্থায় কিছু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্য করোনা উপসর্গে তিনজন মারা গেছেন। সাধারণ মানুষ যদি সচেতন হয় তাহলে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব।

রাকিব হাসনাত/আরএআর