ঝোড়ো হাওয়ার কবলে পড়ে কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিন দ্বীপে ফেরার সময় যাত্রীবাহী একটি ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে চরে আটকা পড়েছে। ট্রলারটিতে ৪০ জন যাত্রী আছে বলে ধারণা করা হচ্ছে। চরটি মিয়ানমার সীমান্তের কাছাকাছি হওয়ায় আতঙ্কে রয়েছেন যাত্রীরা।

মঙ্গলবার (৩ আগস্ট) রাত সাড়ে ৯ টার দিকে এ তথ্য ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী।

তিনি জানান, মিয়ানমার সীমারেখার কাছে বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় ৪০ জন যাত্রীসহ ট্রলারটি উদ্ধার করতে দ্বীপে থেকে একটি ট্রলার পাঠানো হয়েছে। পরে উদ্ধারকারী ট্রলারটিরও খোঁজ মিলছিল না। সবশেষ খবর পাওয়া পর্যন্ত ট্রলারটি চরে আটকা।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমেদ ঢাকা পোস্টকে বলেন, মঙ্গলবার বিকেলে টেকনাফ পৌরসভার খায়ুকখালী ঘাট থেকে যাত্রী নিয়ে মাঝি মো. ইলিয়াছ সেন্টমার্টিনের উদ্দেশে রওনা দেয়। যাত্রীবাহী ট্রলারটি বঙ্গোপসাগরের মিয়ানমার সীমান্তঘেঁষা নাইক্ষংদ্বীপ এলাকায় পৌঁছালে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে।

তিনি আরও বলেন, এ সময় ঝোড়ো হাওয়া শুরু হলে যাত্রীদের মাঝে ভীতি কাজ করে। ট্রলারে থাকা যাত্রীরা স্বজনদের কাছে ফোন করে কান্নাকাটি করতে থাকেন। পরে স্থানীয় লোকজন সেন্টমার্টিন থেকে একটি ট্রলার পাঠিয়ে বিকল যাত্রীবাহী ট্রলারটির অবস্থান নির্ণয় করে।

মুহিব/এমএসআর